'দ্যুলোক' শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি ?
A দ্বি + লোক
B দ্বিঃ + লোক
C দুঃ + লোক
D দিব্ + লোক
Solution
Correct Answer: Option D
এটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ৷ দ্যুলোক শব্দের অর্থ আকাশ।
সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
• কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
- প্র + ঊঢ় = প্রৌঢ়
- কুল + অটা = কুলটা
- গো + ইন্দ্র = গবেন্দ্র
- গো + অক্ষ = গবাক্ষ
- গো + অস্থি = গবাস্থি ইত্যাদি।