'একাত্তরের ডায়েরী ' গ্রন্থের রচয়িতা কে?

A জাহানারা ইমাম

B সৈয়দ শামসুল হোক

C শেখ মুজিবুর রহমান

D সুফিয়া কামাল

Solution

Correct Answer: Option D

'একাত্তরের ডায়েরী' সুফিয়া কামালের মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথামূলক গ্রন্থ ।
তার রচিত কয়েকটি কাব্যগ্রন্থ হলো : 
- সাঁঝের মায়া, 
- মন ও জীবন,
- উদাত্ত পৃথিবী,
- অভিযাত্রিক,
- মোর যাদুদের সমাধি পরে,
- মায়া কাজল ইত্যাদি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions