Solution
Correct Answer: Option A
জহির রায়হান রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস 'আরেক ফাল্গুন ' .১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সালে বর্তমান শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন পর্যন্ত চলমান আন্দোলন ,জনতার সম্মিলন , ছাত্র /ছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ,তাদের প্রেম -প্রণয় ইত্যাদি এই উপন্যাসের মূল বিষয়।
- প্রথম উপন্যাস : আরেক ফাল্গুন,
- প্রথম চলচ্চিত্র : জীবন থেকে নেয়া,
- তার প্রথম উপন্যাস : শেষ বিকালের মেয়ে (১৯৬০)
♦ তার অন্যান্য উপন্যাস:
- কয়েকটি মৃত্যু,
- বরফ গলা নদী,
- আর কত দিন ইত্যাদি
♦ তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- Stop Genocide
- জীবন থেকে নেওয়া
- আনোয়ারা
- কখনও আসেনি
- কাজল
- লেট দেয়ার বি লাইট
- কাঁচের দেয়াল
- বেহুলা
- বাহানা
- সঙ্গম প্রভৃতি।