একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা ১৮ মিটার ক্ষেত্রফল ২০ বর্গমিটার হলে ,এর দৈর্ঘ্য ও প্রস্থ কত ?

A ১২ মিটার ও ৬ মিটার

B ৫ মিটার ও ৪ মিটার

C ৯ মিটার ও ২ মিটার

D ১০ মিটার ও ২ মিটার

Solution

Correct Answer: Option B

মনে করি ,আয়তক্ষেত্রের দৈর্ঘ্য =x
                     "                 প্রস্থ =y
প্রশ্নমতে ,2(x+y)=১৮
              বা,(x+y)=৯......(i)
             এবং xy=২০
এখন , (x-y)²=(x+y)²-4xy
                    =৯²-৪.২০
                    =৮১-৮০
বা, (x-y)²=১
বা,(x-y)=1 ......(ii)
(i) +(ii) বা, ২x=10
            বা,x =৫
অতএব, (ii)
              বা, ৫+y=৯
               বা, y =৪
অতএব, দৈর্ঘ্য ৫ মি ও প্রস্থ ৪ মি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions