দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 9,সংখ্যাটি হতে 9 বিয়োগ করলে এর অংকদ্বয় স্থান বিনিময় করে ।সংখ্যাটি কত ?
Solution
Correct Answer: Option C
মনে করি ,একক স্থানীয় অংক x
এবং দশক স্থানীয় অঙ্ক (9-x)
অতএব, সংখ্যাটি =10(9-x) +x =90-9x
=9x+9
শর্তমতে , (90-9x)-9+9x+9
বা,81-9x=9x+9
বা, 18x =72
অতএব , x =4
সুতরাং সংখ্যাটি =90-9x =90-9×4
=54