Solution
Correct Answer: Option D
- বিদ্যুৎ সরবরাহ কোম্পানি বাড়িতে, কোনো প্রতিষ্ঠানে বা কলকারখানায় যে তড়িৎ সরবরাহ করে তার পরিমাপ শক্তির একক অনুযায়ী করা হয়।
- এই একক হচ্ছে কিলোওয়াট ঘণ্টা।
- ১ কিলোওয়াট ঘণ্টা ৩.৬ মেগা জুলের সমান।
- বিশ্বের তড়িৎ সরবরাহ প্রতিষ্ঠান এ একক ব্যবহার করে তড়িৎ কেনা-বেচা করছে। এজন্য এ একককে বোর্ড অব ট্রেড (B.O.T) বলে।