Solution
Correct Answer: Option B
ড. এনামুল হকের মতে, “তদ্ভব শব্দ, সংকুচিত ক্রিয়া, হ্রস্বীকৃত সর্বনাম পদ এবং লেখকের মনোভাব অনযায়ী পদবিন্যাস প্রণালির ব্যবহারসহ যে স্বচ্ছন্দ, চটুল ও সর্বজনীন সাহিত্যিক গদ্যরীতি কলিকাতা ও ভাগীরথী তীরবর্তী অঞ্চরে মুখের ভাষার আদলে গড়ে উঠেছে তারই নাম চলিত ভাষা।”
- প্রমথ চৌধুরী 'হালখাতা' গ্রন্থের মাধ্যমে প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' পত্রিকা প্রথম প্রকাশিত হয়। বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম। সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতি এই পত্রিকা ব্যবহার ও প্রতিষ্ঠা করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব এবং পরে তা চর্চা করেন।
- এর ফলে ১৯১৪ সালে চলিত ভাষার সৃষ্টি হয়েছে বলে ধারনা করা হয়।
- একুশ শতকের সুচনাকালে এই চলিত রীতিরই নতুন নাম হয় 'প্রমিত রীতি'