'গোরক্ষ বিজয় 'কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা ?

A শৈবধর্ম

B বৌদ্ধ সহজযান

C নাথধর্ম

D কোনটি নয়

Solution

Correct Answer: Option C

নাথ সাহিত্যের আদি কবি শেখ ফয়জুল্লাহ রচিত নাথ ধর্মবিষয়ক আখ্যানকাব্য 'গোরক্ষ বিজয় ' ।কাব্যটি আবদুল করিম সাহিত্যবিশারদ আবিষ্কার করেন ।কাব্যটিতে নাথ গুরুর মাহাত্ম্য ও নাথ ধর্মমতের মহত্ত্ব প্রকাশিত হয়েছে ।আদি গুরু মৎস্যেন্দ্রনাথ শিব কর্তৃক অভিশপ্ত হয়ে কদলীর 'স্ত্রী -রাজ্যে ' নারী সংসর্গে এসে ধর্মকর্ম বিসর্জন দেন ।গোরক্ষনাথের যোগ -সাধনাবলে বহু কষ্টে গুরুকে সেখান থেকে উদ্ধারই 'গোরক্ষ বিজয় 'কাব্যের মূল বিষয় ।বাংলা কাব্য ছাড়াও সংস্কৃত ভাষায় 'গোরক্ষ -সংহিতা ' ও 'গোরক্ষ -সিদ্ধান্ত' নামে দুটি গ্রন্থ আছে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions