টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫ টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ?
Solution
Correct Answer: Option A
৬ টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১ " " " ১/৬ টাকা
আবার ,
৫ টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১ টি " " ১/৫ টাকা
অতএব লাভ =বিক্রয়মূল্য -ক্রয়মূল্য
=(১/৫ -১/৬) টাকা
=(৬-৫)/৩০ টাকা
=১/৩০ টাকা
যেহেতু লাভ ক্রয়মূল্যের উপর হয় সেহেতু
ক্রয়মূল্য ১/৬ টাকার লাভ ১/৩০ টাকা
" ১ " " (১×৬)/(১×৩০) "
অতএব, ১০০ " " (৬×১০০)/৩০ "
=২০ টাকা