টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫ টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ?

A ২০%

B ১৫%

C ২৫%

D ১০%

Solution

Correct Answer: Option A

৬ টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১  "       "           "    ১/৬ টাকা
আবার ,
        ৫ টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
         ১ টি   "         "           ১/৫ টাকা
অতএব লাভ =বিক্রয়মূল্য -ক্রয়মূল্য
                   =(১/৫ -১/৬) টাকা
                  =(৬-৫)/৩০ টাকা
                  =১/৩০ টাকা
যেহেতু লাভ ক্রয়মূল্যের উপর হয় সেহেতু
ক্রয়মূল্য ১/৬ টাকার লাভ ১/৩০ টাকা
 "           ১       "          " (১×৬)/(১×৩০) "
অতএব, ১০০ "         "  (৬×১০০)/৩০ "
                                    =২০ টাকা


Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions