Solution
Correct Answer: Option C
সুন্দা প্রণালী (ইন্দোনেশিয়ান: সেলাত সুন্দা) হল ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপ মধ্যে অবস্থিত একটি প্রণালী। এটি ভারত মহাসাগরে সাথে জাভা সাগরের সংযোগ স্থাপন করে। নামটি ইন্দোনেশিয়ান শব্দ পাসুন্দা থেকে এসেছে, যার অর্থ "পশ্চিম জাভা"।
» বঙ্গোপসাগর ও জাভাসাগরকে সংযুক্ত করে - মালাক্কা প্রণালী।
» ভারত মহাসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করে - সান্দা প্রণালী।