দুটি বৃত্তের ব্যাসের অনুপাত ৩ঃ২ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত হবে -
Solution
Correct Answer: Option B
মনে করি,
১ম বৃত্তের ব্যাস =৩x
২য় বৃত্তের ব্যাস =২x
অতএব ,১ম বৃত্তের ব্যাসার্ধ =৩x/২
২য় " " =২x/২
অতএব ,১ম বৃত্তের ক্ষেত্রফল =π× (৩x/২)²
এবং ২য় " " =π× (২x/২)²
=π× (৩x/২)² : π× (২x/২)²
=৯x²/৪ : ৪x²/৪
=৯ঃ৪