'বৃষ্টি 'পড়ে টাপুর টুপুর নদে এল বান ' এখানে 'টাপুর টুপুর ' কোন ধরনের শব্দ ?

A ধ্বন্যাত্মক শব্দ

B অবস্থাবাচক শব্দ

C বাক্যালঙ্কার শব্দ

D দ্বিরুক্তি শব্দ

Solution

Correct Answer: Option A

কোন কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বনাত্মক শব্দ বলে । যেমনঃ কিচিরমিচির, টাপুর টুপুর, হাপুস হুপুস, ঝনঝন, পটপট ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions