'কাক ভূষণ্ডি ' অর্থ কি?

A ষড়যন্ত্রকারী

B বাক্যসর্বস্ব

C দীর্ঘ প্রতীক্ষ্মান

D দীর্ঘায়ু ব্যক্তি

Solution

Correct Answer: Option D

ভূষণ্ডি হলেন পুরাণবর্ণিত ত্রিকালদর্শী (অতীত ,বর্তমান ও ভবিষ্যৎ যার নখদর্পণে ) বা সর্বজ্ঞ কাকবিশেষ আমাদের সমাজে বহুদর্শী প্রবীণ ব্যক্তিকে বুঝাতে ভূষণ্ডি শব্দটি ,ব্যবহৃত হয়ে থাকে ।তুলসী দাসের 'রামচরিতমানস ) গ্রন্থের শেষ অধ্যায়ের (উত্তরকাণ্ড ) আলোচনা অনুযায়ী ,ভূষণ্ডি একজন সর্বদর্শী ঋষি ।ভক্তিযোগ সম্পর্কে তিনি জ্ঞান বিতরণ করতেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions