'দিগম্বর ' কোন সমাস?

A বহুব্রীহি

B তৎপুরুষ

C কর্মধারয়

D দ্বিগু

Solution

Correct Answer: Option A

ব্রীহি অর্থ ধান ।বহুব্রীহি অর্থ -বহু ধান আছে যার ।যে সমাসের সমস্তপদ পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে অন্য কোন পদকে বোঝায় ,তাই বহুব্রীহি সমাস । বহুব্রীহি সমাসে সাধারণত যার ,যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরুপে ব্যবহৃত হয় । যেমন - দিগ অম্বর যার = দিগম্বর। পদত্ত উদাহরণে 'দিক' বা 'অম্বর' (বস্ত্র / আকাশ) এর কোনটিই না বুঝিয়ে দেবতা মহাদেবকে বোঝানো হয়েছে। 
- এরুপ, অল্প প্রাণ যার =অল্পপ্রাণ ;দশ আনন যার =দশানন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions