দেহ গঠনে সবচেয়ে বেশী প্রয়োজন -
A শর্করা
B ভিটামিন
C পানি
D আমিষ
Solution
Correct Answer: Option D
- প্রানীদের দেহ গঠনে প্রোটিন অপরিহার্য ।
- দেহকোষের বেশির ভাগই প্রোটিন দিয়ে তৈরি।
- প্রানীদেহের শুষ্ক ওজনের প্রায় ৫০% হচ্ছে প্রোটিন।
সূত্রঃ (নবম-দশম শ্রেনীর সাধারণ বিজ্ঞান বই এর ১ম অধ্যায়)