USSR বিলুপ্ত হয় কবে ?

A ২৫ ডিসেম্বর ,১৯৯০

B ২৬ ডিসেম্বর ,১৯৯১

C ১ জানুয়ারি ,১৯৯১

D ৩১ জানুয়ারি ,১৯৯১

Solution

Correct Answer: Option B

৮ ডিসেম্বর, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির জন্য পূর্ব বেলারুশে রাশিয়া ,ইউক্রেন ও বেলারুশের নেতারা 'বেলাভেজা' চুক্তিতে স্বাক্ষর করেন ।
- পরবর্তীতে ২১ ডিসেম্বর, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের অবশিষ্ট ১২ টি দেশ 'আলমা আতা প্রটোকল চুক্তির মাধ্যমে সোভিয়েত ইউনিয়নে না থাকার ঘোষণা দেয়. 
- ২৫ ডিসেম্বর, ১৯৯১ সালে মস্কোর ক্রেমলিনে সোভিয়েত ইউনিয়নের পতাকা শেষ বারের মতো উড়ে.
- ২৬ ডিসেম্বর, ১৯৯১ সালে সুপ্রিম সোভিয়েত কাউন্সিল সোভিয়েত ইউনিয়নের পতনের /বিলুপ্তির পক্ষে ভোট দিলে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে ,যার ফলে বিশ্বের বুকে ১৫ টি দেশের অভ্যুদয় হয় ।
- উল্লেখ্য ,৩০ ডিসেম্বর ,১৯২২ সালে Union Soviet Socialist Republics গঠিত হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions