Solution
Correct Answer: Option C
" বাঙ্গালীর ইতিহাস" - বইটির লেখক - নীহাররঞ্জন রায়।
- বইটি প্রকাশিত হয় ১৯৪৯ সালে।
- গ্রন্থটিতে মোট ১৫টি অধ্যায় আছে।
- এই বইটি রচনার জন্য তিনি ১৯৫০ সালে "রবীন্দ্র" পুরস্কার লাভ করেন।
- তার উল্লেখযোগ্য সাহিত্য হলোঃ বাংলার নদ - নদী, রবীন্দ্র সাহিত্যের ভুমিকা ইত্যাদি।