Solution
Correct Answer: Option B
দৃশ্যমান বর্ণালি বা দৃশ্য বর্ণালি বা আলোক বর্ণালি হচ্ছে তড়িচ্চুম্বকীয় বর্ণালীর সেই অংশ যা মানুষের চোখে দৃশ্যমান অর্থাৎ যা মানুষের চোখ চিহ্নিত করতে পারে। এই তরঙ্গ দৈর্ঘ্য সীমার তড়িচ্চুম্বকীয বিকিরণকে দৃশ্যমান আলো বা শুধু আলো বলে অভিহিত করা হয়। এই তরঙ্গ দৈর্ঘ্য ৪০০০-৮০০০ (A) পর্যন্ত বিস্তৃত।
বর্ণালীর সাতটি রঙের মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশী আর বেগুনী আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে এদের ক্রম বেগুনী <নীল < আসমানী < সবুজ < হ্লুদ <কমলা < লাল।
এখান থেকে, বুঝা যাচ্ছে বর্ণালীত কালো রং নাই।