মহাস্থবীর শিল ভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?
Solution
Correct Answer: Option D
মহাস্থবীর শিলভদ্র নালন্দা মহাবিহারের আচার্য ছিলেন। শীলভদ্র ছিলেন সর্বপ্রথম বাঙালি বৌদ্ধ শিক্ষক যিনি বাংলার বাইরে এরূপ দুর্লভ সম্মান অর্জন করেন। বাঙালি বৌদ্ধ পণ্ডিত শীলভদ্র ৬৩৫ সালে নালন্দা মহাবিহারের অধ্যক্ষ নিযুক্ত হন।
- ৪১৩ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় গোটা এশিয়াতেই এককালে ছিল সবচেয়ে সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান – কিন্তু দ্বাদশ শতাব্দীতে তুর্কী সেনাবাহিনীর হাতে ধ্বংস হয়।
- বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় এটি, আর ইতালির বোলোনিয়াতে যখন ইউরোপের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে, নালন্দার বয়স তখনই সাড়ে ছশো বছর।
- ৮০০ বছরের পর এই বিশ্ববিদ্যালয় পুনর্জন্ম হয়, ২০১৪ সালের সেপ্টেম্বরে ৫ জন নারীসহ ১৫ জন শিক্ষার্থী নিয়ে আবার শুরু হয়।বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর অমর্ত্য সেন এখন তার আচার্যের পদে আসীন।
সোর্সঃ বিবিসি বাংলা।