সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য -

A শব্দের কথা ও লেখ্য রুপে

B বাক্যের সরলতা ও জটিলতায়

C তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে

D ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপ

Solution

Correct Answer: Option D

বাংলা ভাষার দুটি রূপ—সাধু ভাষা ও চলিত ভাষা। দুটি রূপের মধ্যে যেমন প্রকৃতিগত সাদৃশ্য রয়েছে, তেমনি পার্থক্যও রয়েছে। 
 
পার্থ্যক্য -১ঃ
 - সাধু ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদগুলো সাধারণত দীর্ঘ হয়ে থাকে। যেমন—খাইতেছি, তাহারা ইত্যাদি।
 - চলিত ভাষায় ক্রিয়া এবং সর্বনাম পদগুলো সংক্ষিপ্ত। যেমন—খাচ্ছি, তারা ইত্যাদি।
পার্থ্যক্য -২ঃ
- সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি।
- চলিত ভাষায় অর্ধতৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের প্রয়োগ বেশি।
পার্থ্যক্য -৩ঃ
- সাধু ভাষায় অপনিহিত ও অভিশ্রুতির ব্যবহার নেই।
- চলিত ভাষায় এদের প্রয়োগ লক্ষণীয়।
পার্থ্যক্য -৪ঃ
- সাধু ভাষার কাঠামো সাধারণত অপরিবর্তনীয়।
- চলিত ভাষা পরিবর্তনশীল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions