পাল শাসন আমলের ঐতিহাসিক পুরাকীর্তি ‘জগদ্দল বিহার’ কোন জেলায় অবস্থিত?

A বগুড়া

B কুমিল্লা

C নওগাঁ

D রাজশাহী

Solution

Correct Answer: Option C

পাল শাসনামলের পুরাকীর্তি ‘জগদ্দল বিহার' রাজা রামপাল কর্তৃক নির্মিত। এটি নওগাঁ জেলায় অবস্থিত। অন্যদিকে ( শালবন বিহার (সর্বপ্রাচীন) ও ভাসুবিহার অবস্থিত যথাক্রমে কুমিল্লার ময়নামতি ও বগুড়ার শিবগঞ্জে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions