জার্মানি কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখার নাম কি?
Solution
Correct Answer: Option B
- জার্মানি কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখার নাম সিগফ্রিড লাইন।
- ওডেরনিস লাইন জার্মানি ও পোল্যান্ডের সীমারেখা।
- সনোরা লাইন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমারেখার নাম।
- ম্যাকনামারা হলো যুক্তরাষ্ট্র কর্তৃক নির্মিত উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মাঝে নির্মিত রেখা, বর্তমানে যার অস্তিত্ব নেই।