‘গোলান মালভূমি’ কোন দুটি দেশের মধ্যে বিদ্যমান বিরোধপূর্ণ অঞ্চল?
A ইরাক-ইরান
B ফিলিস্তিন-ইসরাইল
C রাশিয়া-তুরস্ক
D সিরিয়া-ইসরাইল
Solution
Correct Answer: Option D
দক্ষিণ পশ্চিম সিরিয়ার একটি পাথুরে মালভূমি হচ্ছে এই গোলান। ১৯৬৭ সালে আরবদের সঙ্গে ছয় দিনের যুদ্ধে দখল করে নেয় ইসরাইল।