Solution
Correct Answer: Option D
- ডেটাবেসের গুরুত্বপূর্ণ বিষয় হলো
- ফিল্ড হচ্ছে ডেটাবেসের একটা টেবিলে একটা নির্দিষ্ট ধরনের তথ্য রাখার জায়গা। ধরুন, একটা ছাত্রের তথ্য রাখছেন। সেখানে নাম, রোল নম্বর, ক্লাস - এগুলো সবই আলাদা আলাদা ফিল্ড
- ফিল্ড ছাড়া ডেটাবেস ব্যবহার করা খুব কঠিন হত। সব তথ্য গোলমাল হয়ে থাকত। - ফিল্ড ব্যবহার করে আমরা সহজে তথ্য খুঁজতে পারি, নতুন তথ্য যোগ করতে পারি, আর পুরনো তথ্য বদলাতে
পারি
অন্যদিকে,
ফর্মুলা: এটা স্প্রেডশীটে ব্যবহার করা হয়, ডেটাবেসের মূল জিনিস নয়।
মেনু: এটা প্রোগ্রামের উপরের দিকে থাকে, ডেটাবেসের সাথে এর সরাসরি সম্পর্ক নেই।
ওয়ার্কশীট: এটাও স্প্রেডশীটের জিনিস, ডেটাবেসের নয়।
- তাই, ডেটাবেসে ফিল্ড খুবই গুরুত্বপূর্ণ। এটা তথ্যকে সুন্দর করে সাজিয়ে রাখে আর ডেটাবেস ব্যবহার করা সহজ করে তোলে।