স্ক্যানার এক ধরনের-

A ইনপুট ডিভাইস

B আউটপুট ডিভাইস

C স্মৃতি

D মাইক্রোপ্রসেসর

Solution

Correct Answer: Option A

- স্ক্যানার একটি ইনপুট ডিভাইস।
- কোনো টেক্সট ডকুমেন্ট বা ছবিকে এর সাহায্যে কম্পিউটারে নেওয়া যায়।
- এরপর ইচ্ছেমতো সম্পাদনা করে নতুন রকমের ছবি তৈরি করা যায়।
- এর সাহায্যে ফ্যাক্স বার্তাও পাঠানো যায়।
- বর্তমানে প্রিন্টিং সুবিধাসম্পন্ন স্ক্যানার পাওয়া যাচ্ছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions