Solution
Correct Answer: Option A
- স্ক্যানার একটি ইনপুট ডিভাইস।
- কোনো টেক্সট ডকুমেন্ট বা ছবিকে এর সাহায্যে কম্পিউটারে নেওয়া যায়।
- এরপর ইচ্ছেমতো সম্পাদনা করে নতুন রকমের ছবি তৈরি করা যায়।
- এর সাহায্যে ফ্যাক্স বার্তাও পাঠানো যায়।
- বর্তমানে প্রিন্টিং সুবিধাসম্পন্ন স্ক্যানার পাওয়া যাচ্ছে।