‘প্যারিস চুক্তি’ এর আওতায় উন্নত দেশগুলো প্রতি বছর কত বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে?
A ৫০ বিলিয়ন
B ১০০ বিলিয়ন
C ১৫০ বিলিয়ন
D ২০০ বিলিয়ন
Solution
Correct Answer: Option B
- ২০১৫ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২১তম UNFCCC Conference of Parties (CoP-21) এ প্যারিস জলবায়ু চুক্তি গৃহিত হয়।
- এতে মোট ১৯৬টি দেশ ও সংস্থা অংশ নেয়৷ ৪ নভেম্বর ২০১৬ এই চুক্তি কার্যকর হয়।
- এতে একুশ শতকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের ( ৩.৬ ডিগ্রি ফারেন হাইট ) নিচে রাখার লক্ষ্য স্থির করা হয়।
- ধনী দেশগুলো ‘জলবায়ু তহবিলে” ১০০ বিলিয়ন মার্কিন ডলার বা ৯২ বিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে।