‘প্যারিস চুক্তি’ এর আওতায় উন্নত দেশগুলো প্রতি বছর কত বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে?

A ৫০ বিলিয়ন

B ১০০ বিলিয়ন

C ১৫০ বিলিয়ন

D ২০০ বিলিয়ন

Solution

Correct Answer: Option B

- ২০১৫ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২১তম UNFCCC Conference of Parties (CoP-21) এ প্যারিস জলবায়ু চুক্তি গৃহিত হয়।
- এতে মোট ১৯৬টি দেশ ও সংস্থা অংশ নেয়৷ ৪ নভেম্বর ২০১৬ এই চুক্তি কার্যকর হয়।
- এতে একুশ শতকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের  ( ৩.৬ ডিগ্রি ফারেন হাইট ) নিচে রাখার লক্ষ্য স্থির করা হয়।
- ধনী দেশগুলো  ‘জলবায়ু তহবিলে” ১০০ বিলিয়ন মার্কিন ডলার বা ৯২ বিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions