'আকাশ ভেঙ্গে পড়া' বাগধারাটির অর্থ কী?

A হঠাৎ বিপদ হওয়া

B আশ্চর্য হওয়া

C মন্দ ভাগ্য

D কঠিন পরীক্ষা

Solution

Correct Answer: Option A

'আকাশ ভেঙে পড়া' বাগধারার অর্থ হলো হঠাৎ বিপদ হওয়া

অন্যদিকে, 
- ''তাক লাগা'' বাগধারার অর্থ হলো ''আশ্চর্য হওয়া''।
- ''ফাঁটা কপাল'' বাগধারার অর্থ হলো ''মন্দ ভাগ্য''।
- ''অগ্নিপরীক্ষা'' বাগধারার অর্থ হলো ''কঠিন পরীক্ষা''।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions