বাংলাদেশ রেলওয়ে ৩য়/৪র্থ শ্রেণির নিয়োগ পরীক্ষা (খালাসী) - ২৫.১১.২০২২ (70 টি প্রশ্ন )
- যুক্তরাষ্ট্রের San Joaquin Valley কে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়।
- ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়। 
সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। ১৮৬৯ সালের ১৭ নভেম্বর খালটি নৌ চলাচলের জন্যে উন্মুক্ত‍ করে দেওয়া হয়। ১৯৫৬ সালের ২৬ জুলাই মিশরের গামাল আবদেল নাসের সরকার সুয়েজ খালকে জাতীয়করণ করেন যার কারণে ইসরাইল, ফ্রান্স ও ব্রিটেনের সাথে মিশরের যুদ্ধ বেধে যায় যা ‘দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ’ বা ‘সুয়েজ যুদ্ধ’ নামে পরিচিত। বর্তমানে সুয়েজ খাল মিশর সরকারের অধীন ‘সুয়েজ খাল কর্তৃপক্ষ’ নামে একটি কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছে।

। নিলীন বর্ণ - অ
। স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ - ২৫ টি
। কণ্ঠ্য বর্ণ - ক, খ, গ, ঘ, ঙ
। তালব্য বর্ণ - চ, ছ, জ, ঝ, ঞ
। মূর্ধন্য বর্ণ - ট, ঠ, ড, ঢ, ণ
। দন্ত বর্ণ - ত, থ, দ, ধ, ন
। ওষ্ঠ্য বর্ণ - প, ফ, ব, ভ,ম
। নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ - ঙ, ঞ, ণ, ন, ম
। অন্তঃস্থ বর্ণ - য, র, ল
। শিশধ্বনি - শ, ষ, স
। কম্পনজাত ধ্বনি - র
। পাশ্বিক বর্ণ - ল
। তাড়নজাত ধ্বনি - ড়, ঢ়
। খন্ডব্যঞ্জন - ৎ


যে শব্দ দ্বারা কোন প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহুবচন বলে। যেমনঃ
পাঁতি = দাঁতের পাঁতি; দুঃখ পাতি।
কুল = কবিকুল; পক্ষিকূল; বৃক্ষকুল 

একইভাবেঃ
ব্যক্তিবাচক হলে : কুল, দল, মহল, গণ, বৃন্দ, মণ্ডলী, সঙ্ঘ, সমূহ, দিগর, পুঞ্জ, নিচয়, উচ্চয়, চয়, ব্রজ ইত্যাদি

অজীব হলে : পাল, পুঞ্জ, ব্রজ, ব্রাত, আবলি, উচ্চয়, গুচ্ছ, গ্রাম, চয়, জাল, দল, দাম, মণ্ডল, মণ্ডলী, মালা, রাজি, রাশি, শ্রেণি, সমূহ, নিকর, নিচয় ইত্যাদি।
U যখন 'ইউ' এর মতো উচ্চারিত হয় তখন এর পূর্বে article 'a' বসে। সুতরাং University - এর পূর্বে a হবে
১৫ টি ছাগলের মূল্য ৩ টি গরুর মূল্যের = ৩ টি গরুর মূল্য

১  টি ছাগলের মূল্য = ৩/১৫ টি গরুর মূল্য

২০ টি ছাগলের মূল্য = ৩×২০/১৫ = ৪ টি গরুর মূল্য


ঘড়ির ক্রয়মূল্য = ১০০ টাকা।

৮% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ৮) টাকা = ৯২ টাকা।

৮% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৮) টাকা = ১০৮ টাকা।

∴ বিক্রয়মূল্য বেশি = (১০৮ - ৯২) = ১৬ টাকা।

বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৬ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৮০)/১৬ টাকা
= ৫০০ টাকা।

পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৪০ বছর

মনেকরি,
পুত্রের বর্তমান বয়স = ক বছর 
তাহলে, পিতার বর্তমান বয়স =৪০ - ক বছর 

১০ বছর পরে তাদের বয়স হবে,
পুত্রের বয়স = ক + ১০ বছর
পিতার বয়স = ৪০ - ক + ১০ বছর।

প্রশ্নমতে,
(৪০ - ক + ১০) : ক + ১০ = ৩ : ১
(৪০ - ক + ১০)/(ক + ১০) = ৩/১
৩ক + ৩০ = ৫০ - ক 
৩ক + ক = ৫০ - ৩০
৪ক = ২০
ক = ৫ 

পুত্রের বর্তমান বয়স = ৫ বছর


গৌড়ীয় ব্যাকরণ বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ। রচয়িতা রাজা রামমোহন রায়, প্রকাশিত ১৮৩৩ খ্রিস্টাব্দে। এটি তাঁর সর্বশেষ গ্রন্থ। এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
অক্ষির সমীপে - সমক্ষ
চক্ষুর সম্মুখে সংঘটিত- চাক্ষুষ
চোখের কোণ - অপাঙ্গ
অক্ষির অভিমুখে - প্রত্যক্ষ।
অক্ষির অগোচরে - পরোক্ষ।
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক।
যেমন:
দশে মিলে করি কাজ৷ এখানে ‘দশে’ হলো কর্তৃকারকে সপ্তমী (এ) বিভক্তি।

9a2 + 16b
= (3a)2 + (4b)2
= (3a)2 + 2. 3a. 4b + (4b)2 - 24ab
= (3a + 4b)2 - 24ab

9a2 + 16b2 এর সাথে 24ab যোগ করলে যোগফল একটি বর্গরাশি হবে  


দেওয়া আছে,
a2 - a - 56 = 0 
a2 - 8a + 7a - 56 = 0
a(a - 8) + 7(a - 8) = 0
(a - 8)(a + 7) = 0

এখানে দুইটা রাশি, হয়
a - 8 = 0
a = 8

অথবা 
a + 7= 0
a = - 7
a এর মান (8, - 7)


কোন স্থান বা কোন কিছুতে প্রবেশ করা বোঝাতে get into বসে
অমৃত এর বিপরীত শব্দ – গরল।
তিক্তর বিপরীত শব্দ – মধুর/মিষ্ট;
বিরলের বিপরীত – বহুল/অবিরল।
host(নিমন্ত্রাতা)এর feminine হচ্ছে hostess(আতিথ্যকর্ত্রী)
crying need শব্দের অর্থ urgent need (অত্যন্ত প্রয়োজন )
৭২০ এর ৬.৫% 
= ৭২০ এর ৬.৫/১০০
= ৭২০ এর ৬৫/(১০০ × ১০) 
= ৪৬.৮ 
Passion -আবেগ
Despise-অবজ্ঞা করা
Zeal-উদ্যম
Fanatic-ধর্মান্ধ

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সম্পূরক কোনের ক্ষেত্রে কোণদ্বয়ের সমষ্টি ১৮০°
৪৫° কোণের সম্পূরক কোণ = (১৮০° - ৪৫°) = ১৩৫°
'চাতুর্য' বিশেষ্যবাচক শব্দের অর্থ চতুরতা । এর বিশেষণবাচক রূপ হলো 'চতুর' ।
Daffodil কবিতাটি লিখেছেন William Wordsworth
- - William Wordsworth রোমান্টিক যুগের কবি ও সাহিত্যিক
-তাকে Poet of Nature,Lake Poet;The Founder of Romantic Era বলা হত ।
-তাঁর উল্লেখযোগ্য কবিতার মধ্যে একটি হল Ode to Duty.এছাড়াও তার আরও কবিতা হল -Ode:Intimations of Immortality ,The Solitary Reaper, Tintern Abbey,To The Cuckoo etc
- জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়।
- জাপানের আইন সভার নাম ডায়েট।
- জাপানের রাষ্ট্রপ্রধান- সম্রাট।
- জাপানের সরকার প্রধান- প্রধানমন্ত্রী।
সংবাদ, বার্তা, সন্দেশ, তথ্য, সমাচার, খবরাখবর, বিবরণ, বৃত্তান্ত, খোঁজখবর, তত্ত্বতালাশ, উদন্ত ইত্যাদি সমার্থক শব্দ। 
 এ, ঐ, ও, ঔ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’, ‘ঐ’ এর জায়গায় ‘আয়’, ‘ও’ এর জায়গায় ‘অব’ এবং ‘ঔ’ এর জায়গায় ‘আব’ হয়।
যেমনঃ
- গায়ক - গৈ + অক;
- নায়ক - নৈ + অক;
- ভাবুক - ভৌ + উক;
- পবিত্র - পো + ইত্র;
- নাবিক - নৌ + ইক;
- গবাদি - গো + আদি;
- গবেষণা - গো + এষণা।

future perfect tense এর গঠনঃsubject+will+have+main verb এর past participle form+object
মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলমান কবি ছিলেন আলাওল। তিনি ছিলেন আরাকান রাজসভার কবি। তার সাহিত্যকর্ম গুলো হলোঃ
- পদ্মাবতী,
- হপ্তপয়কর,
- সয়ফুলমুলক বদিউজ্জামাল। 
কাব্যটি আলাওল রচনা করেন মাগণ ঠাকুরের অনুরোধে। পদ্মাবতী রচিত বা প্রকাশিত হয় ১৬৪৮ সালে। এটি বিখ্যাত হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সির পদুমাবত এর কাব্যোনুবাদ। মনে রাখা দরকার, ‘পদ্মাবতী’ নাটকের রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।

মধ্যযুগের কবি ও সাহিত্যঃ
- দৌলত উজির বাহরাম খান : লাইলী মজনু
- মুহম্মদ কবীর : মধুমালতী
- সাবিরিদ খান : হানিফা-কয়রাপরী, বিদ্যাসুন্দর, রসুল বিজয়
- দোনাগাজী চৌধুরী : সয়ফুলমুলুক-বদিউজ্জামাল
- দৌলত কাজী : সতীময়না ও লোরচন্দ্রানী
- আলাওল : পদ্মাবতী
- আবদুল হাকিম : লালমতী সয়ফুলমুলুক, কারবালা ও শহরনামা।
- নওয়াজিস খান : গুলে বকাওলী
- মুহম্মদ মুকীম : মৃগাবতী
- সৈয়দ সুলতান : নবীবংশ।

দেয়া আছে 
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১০ সে.মি. ও ২০ সে.মি.

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ (ভূমি × উচ্চতা) 
= (১/২)(২০ × ১০) বর্গ সেমি
= ১০০ বর্গ সে.মি.

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ১০০ বর্গ সে.মি.
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √১০০ বর্গ সে.মি.
= ১০
বর্গক্ষেত্রের পরিসীমা = (৪ × ১০)সে.মি. = ৪০সে.মি.


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
রাঙ্গামাটি জেলাটির আয়তন প্রায় ৬১১৬ বর্গকিমি । সুবচেয়ে ছোট জেলা হলো নারায়নগঞ্জ ,যার আয়তন প্রায় ৬৬৪ বর্গকিমি।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0