রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (২৫.০৭.২০১৭) (93 টি প্রশ্ন )
বাংলাদেশের বিজ্ঞানী ড. মাক্সুদুল আলম প্রথম পাটের জীবনরহস্য বা জিনোম সিকোয়েন্স আবিস্কার করেন । জিনোম সিকয়েন্সকে কাজে লাগিয়ে প্রথম উৎপাদিত পাট হলো রবি-১ ।
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হলো সিসমোগ্রাফ ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপকযন্ত্র এবং ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্র ।
ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা দেশটির ২৯তম রাজ্য । ২ জুন ২০১৪-এ রাজ্যটি অঙ্ক্রপ্রদেশ থেকে পৃথক হয়ে আলাদা রাজ্যের মর্যাদা লাভ করে । এর রাজধানী হায়দরাবাদ।
আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। আর কানাডা ,যুক্তরাষ্ট্র ও চীন যথাক্রমে বিশ্বের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বৃহত্তম দেশ।
- এশিয়া ও প্রশান্ত মহাসসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত ও সহজ করার লক্ষ্যে ২২ আগষ্ট, ১৯৬৬ সালে Asian Development Bank ( ADB ) প্রতিষ্ঠিত হয় এবং ১৯ ডিসেম্বর, ১৯৬৬ আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করে ।
- এর বর্তমান সদস্য দেশ ৬৯টি । 
- এটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত ।
- এর বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
জাতিসংঘের UNFCCC এর কাঠামাের ভিত্তিতে উন্নয়নশীল দেশগুলােয় জলবায়ু পরিবর্তনের পরিস্থিতিকে মােকাবিলা করার জন্য প্রয়ােজনীয় অর্থ সাহায্য প্রদানের ব্য নিমিত্তে ২০১০ সালে গঠিত হয় গ্রিন ক্লাইমেট ফান্ড । এ সংস্থার হেড অফিস দক্ষিণ কোরিয়ার জুনচিয়নের সংড়- তে অবস্থিত ।
আলেপ্পো শহরটি যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার উত্তর পশ্চিমাংশে অবস্থিত । শহরটি আলেপ্পা গভার্নোরেটের রাজধানী । ।
খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গে উৎপন্ন হয়ে কর্ণফুলী নদীতে পতিত হওয়া হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র।
১৫ - ১৯ মার্চ ২০১৭ - এ শ্রীলঙ্কার পি সারা ওভাল মাঠে বাংলাদেশ , শ্রীলঙ্কার বিরুদ্ধে তার শততম টেস্ট ম্যাচ খেলে । এ ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৪ উইকেটে পরাজিত করেছিলাে । আর এ ম্যাচে "ম্যান অব দ্য ম্যাচ" হয়েছিলেন তামিম ইকবাল ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
২৩ মার্চ ২০১৯ প্রকাশিত গেজেট অনুযায়ী ,বর্তমানে দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ৫০ টি। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সিংহভাগ পার্বত্য চট্টগ্রাম এবং ময়মনসিংহ , সিলেট ও রাজশাহী অঞ্চলে বসবাস করে । বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হল চাকমা। এছাড়া রয়েছে গারো, ত্রিপুরা, সাঁওতাল,মনিপুরী ইত্যাদি।
মেহেরপুর জেলার মুজিবনগরের পূর্ব নাম ছিলাে বৈদ্যনাথতলা । এখানেই ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ 'অসমাপ্ত আত্মজীবনী ’ প্রথম প্রকাশিত হয় ২০১২ সালের জুনে । আর বঙ্গবন্ধুর দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ কারাগারের 'রােজনামচা ’ প্রথম প্রকাশিত হয় মার্চ - ২০১৭ এ ।
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেন মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন এবং ১৯৭৩ সালে এ বিভাগ থেকে গ্রাজুয়েশন শেষ করেন ।
বাংলাদেশে বর্তমানে ইউনেস্কো ঘােষিত বিশ্ব ঐতিহ্য রয়েছে তিনটি । যথা : ষাট গম্বুজ মসজিদ , পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন ।
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার । তবে পঞ্চদশ সংশােধনীর পূর্বে প্রধান বিচারপতি পাঠ করাতেন । আর মাননীয় প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান মহামান্য রাষ্টপতি।
মুজিবনগর দিবস পালন করা হয় ১৭ এপ্রিল । এ বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে । বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস পালন করা হয় ১০ জানুয়ারি । জাতীয় শিশু দিবস পালন করা হয় ১৭ মার্চ । ১৭ মার্চ ১৯২০ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহন করেন ।
নারী বীরপ্রতিক মুক্তিযােদ্ধা স্বাধীনতা যুদ্ধের সময় ১১ নং সেক্টরে যুদ্ধ করেন । তার জন্ম স্থান রাজীবপুর , কুড়িগ্রাম । তিনি জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালে । অপর নারী বীরপ্রতিক ডা . সেতারা বেগম যুদ্ধ করেন ২নং সেক্টরে ।

- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' ।
- এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়।
- এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি।
- এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
- উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে।
- এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা করেন । ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতার ঘােষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি রয়েছে করা হয় । আর ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীনতার ঘােষণাপত্র পাঠ করা।
অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমােনের অভাব হলে প্রােটিন , শর্করা ও স্নেহজাতীয় খাবারের বিপাক প্রক্রিয়া ব্যাহত হয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় , একে ডায়াবেটিস রােগ বলা হয় । চিনি জাতীয় খাবার খেলে এ রােগ হয় না । তবে ডায়াবেটিস রােগীকে যথাসম্ভব চিনি (শর্করা) জাতীয় খাদ্য পরিহার করতে বলা হয়।
যেসব শক্তি বা জ্বালানি পুনঃপুন ব্যবহার করা যায় , সেসব শক্তি বা জ্বালানিকে নবায়নযােগ্য জ্বালানি বলে । যেমন - পরমাণু শক্তি , সূর্যশক্তি , বায়ুশক্তি ইত্যাদি । উল্লেখ্য , কয়লা , পেট্রোল , প্রাকৃতিক গ্যাস হলো জীবাশ্ম জ্বালানি ।
ভিজা কাপড় রােদে দিলে পানি বাম্পাকারে বের হয়ে গেলে কাপড় শুকিয়ে যায় । অর্থাৎ বাষ্পীভবন প্রক্রিয়ায় রােদে কাপড় শুকায় ।

যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, সেসব পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে । আইসোটোপগুলো একই মৌলের পরমাণু । নিউট্রন সংখ্যার তারতম্যের কারণে আইসোটোপ তৈরি হয় । যেমন- হাইড্রোজেনের তিনটি আইসোটোপ, প্রোটিয়াম (1^1 H), ডিউটেরিয়াম (2^1  H) এবং ট্রিটিয়াম (3^1 H) -এ নিউট্রন সংখ্যা যথাক্রমে 0, 1, ও 3 ।  


সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু এবং দুটি কোণ সমান । 

অপর দুটি কোণের পরিমাণ ৫০^o  ও ৫০^o        

  


পাস না করা পরীক্ষার্থীর সংখ্যা (১৫+৪৫) জন 

                                    = ৬০ জন 

    পাস না করা  "       হার (১০০ - ৬০)% 

                                 = ৪০% 

  ৪০% পরীক্ষার্থী সমান ৬০ জন 

 ১০০%     "        "    ৬০×১০০ /৪০% " 

                         = ১৫০ জন 


১ ক্যারেট = ০ . ২ গ্রাম । সুতরাং সঠিক উত্তর ০ . ২গ্রাম
১ নটিক্যাল মাইল = ১ . ১৫ মাইল = ১ . ৮৫২ কি . মি

১ কিলোগ্রাম = ২.২ পাউন্ড বা ১(১/৪) সের 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

বৃত্তের ব্যাসার্ধ ২০% কমলে উক্ত বৃত্তের ক্ষেত্রফল 

       কমবে {-২০ -২০ + (-২০×-২০ /১০০)}% 

           = (- ৪০ + ৪)% 

           = -৩৬% 

    অর্থাৎ ক্ষেত্রফল ৩৬% কমবে । 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0