রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (২৫.০৭.২০১৭) (93 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের বিজ্ঞানী ড. মাক্সুদুল আলম প্রথম পাটের জীবনরহস্য বা জিনোম সিকোয়েন্স আবিস্কার করেন । জিনোম সিকয়েন্সকে কাজে লাগিয়ে প্রথম উৎপাদিত পাট হলো রবি-১ ।
i
ব্যাখ্যা (Explanation):
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হলো সিসমোগ্রাফ ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপকযন্ত্র এবং ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্র ।
i
ব্যাখ্যা (Explanation):
ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা দেশটির ২৯তম রাজ্য । ২ জুন ২০১৪-এ রাজ্যটি অঙ্ক্রপ্রদেশ থেকে পৃথক হয়ে আলাদা রাজ্যের মর্যাদা লাভ করে । এর রাজধানী হায়দরাবাদ।
i
ব্যাখ্যা (Explanation):
আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। আর কানাডা ,যুক্তরাষ্ট্র ও চীন যথাক্রমে বিশ্বের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বৃহত্তম দেশ।
i
ব্যাখ্যা (Explanation):
- এশিয়া ও প্রশান্ত মহাসসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত ও সহজ করার লক্ষ্যে ২২ আগষ্ট, ১৯৬৬ সালে Asian Development Bank ( ADB ) প্রতিষ্ঠিত হয় এবং ১৯ ডিসেম্বর, ১৯৬৬ আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করে ।
- এর বর্তমান সদস্য দেশ ৬৯টি । 
- এটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত ।
- এর বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
i
ব্যাখ্যা (Explanation):
জাতিসংঘের UNFCCC এর কাঠামাের ভিত্তিতে উন্নয়নশীল দেশগুলােয় জলবায়ু পরিবর্তনের পরিস্থিতিকে মােকাবিলা করার জন্য প্রয়ােজনীয় অর্থ সাহায্য প্রদানের ব্য নিমিত্তে ২০১০ সালে গঠিত হয় গ্রিন ক্লাইমেট ফান্ড । এ সংস্থার হেড অফিস দক্ষিণ কোরিয়ার জুনচিয়নের সংড়- তে অবস্থিত ।
i
ব্যাখ্যা (Explanation):
আলেপ্পো শহরটি যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার উত্তর পশ্চিমাংশে অবস্থিত । শহরটি আলেপ্পা গভার্নোরেটের রাজধানী । ।
i
ব্যাখ্যা (Explanation):
খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গে উৎপন্ন হয়ে কর্ণফুলী নদীতে পতিত হওয়া হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র।
i
ব্যাখ্যা (Explanation):
১৫ - ১৯ মার্চ ২০১৭ - এ শ্রীলঙ্কার পি সারা ওভাল মাঠে বাংলাদেশ , শ্রীলঙ্কার বিরুদ্ধে তার শততম টেস্ট ম্যাচ খেলে । এ ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৪ উইকেটে পরাজিত করেছিলাে । আর এ ম্যাচে "ম্যান অব দ্য ম্যাচ" হয়েছিলেন তামিম ইকবাল ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
২৩ মার্চ ২০১৯ প্রকাশিত গেজেট অনুযায়ী ,বর্তমানে দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ৫০ টি। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সিংহভাগ পার্বত্য চট্টগ্রাম এবং ময়মনসিংহ , সিলেট ও রাজশাহী অঞ্চলে বসবাস করে । বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হল চাকমা। এছাড়া রয়েছে গারো, ত্রিপুরা, সাঁওতাল,মনিপুরী ইত্যাদি।
i
ব্যাখ্যা (Explanation):
মেহেরপুর জেলার মুজিবনগরের পূর্ব নাম ছিলাে বৈদ্যনাথতলা । এখানেই ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ।
i
ব্যাখ্যা (Explanation):
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ 'অসমাপ্ত আত্মজীবনী ’ প্রথম প্রকাশিত হয় ২০১২ সালের জুনে । আর বঙ্গবন্ধুর দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ কারাগারের 'রােজনামচা ’ প্রথম প্রকাশিত হয় মার্চ - ২০১৭ এ ।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেন মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন এবং ১৯৭৩ সালে এ বিভাগ থেকে গ্রাজুয়েশন শেষ করেন ।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশে বর্তমানে ইউনেস্কো ঘােষিত বিশ্ব ঐতিহ্য রয়েছে তিনটি । যথা : ষাট গম্বুজ মসজিদ , পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন ।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার । তবে পঞ্চদশ সংশােধনীর পূর্বে প্রধান বিচারপতি পাঠ করাতেন । আর মাননীয় প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান মহামান্য রাষ্টপতি।
i
ব্যাখ্যা (Explanation):
মুজিবনগর দিবস পালন করা হয় ১৭ এপ্রিল । এ বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে । বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস পালন করা হয় ১০ জানুয়ারি । জাতীয় শিশু দিবস পালন করা হয় ১৭ মার্চ । ১৭ মার্চ ১৯২০ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহন করেন ।
i
ব্যাখ্যা (Explanation):
নারী বীরপ্রতিক মুক্তিযােদ্ধা স্বাধীনতা যুদ্ধের সময় ১১ নং সেক্টরে যুদ্ধ করেন । তার জন্ম স্থান রাজীবপুর , কুড়িগ্রাম । তিনি জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালে । অপর নারী বীরপ্রতিক ডা . সেতারা বেগম যুদ্ধ করেন ২নং সেক্টরে ।
i
ব্যাখ্যা (Explanation):
- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' ।
- এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়।
- এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি।
- এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
- উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে।
- এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা করেন । ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতার ঘােষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি রয়েছে করা হয় । আর ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীনতার ঘােষণাপত্র পাঠ করা।
i
ব্যাখ্যা (Explanation):
অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমােনের অভাব হলে প্রােটিন , শর্করা ও স্নেহজাতীয় খাবারের বিপাক প্রক্রিয়া ব্যাহত হয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় , একে ডায়াবেটিস রােগ বলা হয় । চিনি জাতীয় খাবার খেলে এ রােগ হয় না । তবে ডায়াবেটিস রােগীকে যথাসম্ভব চিনি (শর্করা) জাতীয় খাদ্য পরিহার করতে বলা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
যেসব শক্তি বা জ্বালানি পুনঃপুন ব্যবহার করা যায় , সেসব শক্তি বা জ্বালানিকে নবায়নযােগ্য জ্বালানি বলে । যেমন - পরমাণু শক্তি , সূর্যশক্তি , বায়ুশক্তি ইত্যাদি । উল্লেখ্য , কয়লা , পেট্রোল , প্রাকৃতিক গ্যাস হলো জীবাশ্ম জ্বালানি ।
i
ব্যাখ্যা (Explanation):
ভিজা কাপড় রােদে দিলে পানি বাম্পাকারে বের হয়ে গেলে কাপড় শুকিয়ে যায় । অর্থাৎ বাষ্পীভবন প্রক্রিয়ায় রােদে কাপড় শুকায় ।
i
ব্যাখ্যা (Explanation):

যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, সেসব পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে । আইসোটোপগুলো একই মৌলের পরমাণু । নিউট্রন সংখ্যার তারতম্যের কারণে আইসোটোপ তৈরি হয় । যেমন- হাইড্রোজেনের তিনটি আইসোটোপ, প্রোটিয়াম (1^1 H), ডিউটেরিয়াম (2^1  H) এবং ট্রিটিয়াম (3^1 H) -এ নিউট্রন সংখ্যা যথাক্রমে 0, 1, ও 3 ।  

i
ব্যাখ্যা (Explanation):

সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু এবং দুটি কোণ সমান । 

অপর দুটি কোণের পরিমাণ ৫০^o  ও ৫০^o        

  

i
ব্যাখ্যা (Explanation):

পাস না করা পরীক্ষার্থীর সংখ্যা (১৫+৪৫) জন 

                                    = ৬০ জন 

    পাস না করা  "       হার (১০০ - ৬০)% 

                                 = ৪০% 

  ৪০% পরীক্ষার্থী সমান ৬০ জন 

 ১০০%     "        "    ৬০×১০০ /৪০% " 

                         = ১৫০ জন 

i
ব্যাখ্যা (Explanation):
১ ক্যারেট = ০ . ২ গ্রাম । সুতরাং সঠিক উত্তর ০ . ২গ্রাম
i
ব্যাখ্যা (Explanation):
১ নটিক্যাল মাইল = ১ . ১৫ মাইল = ১ . ৮৫২ কি . মি
i
ব্যাখ্যা (Explanation):

১ কিলোগ্রাম = ২.২ পাউন্ড বা ১(১/৪) সের 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):

বৃত্তের ব্যাসার্ধ ২০% কমলে উক্ত বৃত্তের ক্ষেত্রফল 

       কমবে {-২০ -২০ + (-২০×-২০ /১০০)}% 

           = (- ৪০ + ৪)% 

           = -৩৬% 

    অর্থাৎ ক্ষেত্রফল ৩৬% কমবে । 

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0