বাংলাদেশ রেলওয়ের কম্পিউটার অপারেটর - ১২.০৬.২০২১ (89 টি প্রশ্ন )


-ইউনিকোড এর পূর্ণরূপ হলো – Universal Code.
-১৯৯১ সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং Xerox Corporation এর একদল কম্পিউটার প্রকৌশলী পৃথিবীর সব ভাষাভাষীর জন্য তাদের ভাষায় কম্পিউটিং করা সহজ করার লক্ষ্যে যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন।
- একে সার্বজনীন কোডও বলা যায় । 
- ছোট বড় পৃথিবীর যেকোনো ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়।
- বর্তমানে পৃথিবীব্যাপী প্রচলিত আসকি কোডের পাশাপাশি ইউনিকোড সিস্টেম চালু হয়েছে। 
- এটি ১৬ বিট কোড।
- বিভিন্ন ধরণের ক্যারেক্টার ও টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়।
-এর মাধ্যমে ২১৬ = ৬৫৫৩৬ টি অদ্ববিতীয় চিহ্নকে নির্দদিষ্ট করা যায়। 
- যেমনঃ A= \u0041 ইত্যাদি ।







ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন






- ই-মেইল ঠিকানা হলো ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের একটি পরিচয়।
- E-mail ঠিকানা @ চিহ্ন দ্বারা দুইভাগে বিভক্ত।
- প্রথম ভাগে @ চিহ্নের আগের অংশে User অর্থাৎ ব্যবহারকারীর ঠিকানা থাকে এবং @ চিহ্নের পরের অংশটি হলো Domain name. ডোমেইন নেইম (.) চিহ্ন দ্বারা কয়েকটি অংশে বিভক্ত হয়।
- ১৯৭১ সালে রেমন্ড টমলিনসন ই-মেইল সিস্টেম চালু করেন।
- আর ১৯৭২ সালে ই-মেইল ঠিকানায় সর্বপ্রথম @ চিহ্ন ব্যবহৃত হয়।


- Plotter এক ধরনের প্রিন্টার, যা একটি আউটপুট ডিভাইস।
- Plotter প্রধানত দুই ধরনের। যথা- ফ্লাটবেড প্লটার ও ড্রামবেড প্লটার।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন







পিক্সেল (Pixel) শব্দটি এসেছে পিকচার এলিমেন্ট (Picture Element) থেকে। এটি একটি ডিজিটাল ছবির ক্ষুদ্রতম একক। প্রতিটি পিক্সেল একটি নির্দিষ্ট রং বা উজ্জ্বলতার মান ধারণ করে এবং অনেকগুলো পিক্সেল একত্রে একটি সম্পূর্ণ চিত্র গঠন করে। প্রতিটি ডিজিটাল চিত্র পিক্সেলের মাধ্যমে তৈরি হয়। 
- স্ক্রিন রেজোলিউশন (যেমন 1920x1080) পিক্সেলের সংখ্যা নির্দেশ করে।
- ক্যামেরার মেগাপিক্সেল (MP) ক্যামেরার সেন্সরে থাকা পিক্সেলের সংখ্যা বোঝায়।



- টাচস্ক্রিন প্রযুক্তির আবিষ্কারক হলেন মার্কিন বিজ্ঞানী ড. স্যামুয়েল হার্স্ট (Dr. Samuel Hurst)।

- তিনি ১৯৭১ সালে এই প্রযুক্তি আবিষ্কার করেন। প্রথমদিকে এটি Elograph নামে পরিচিত ছিল।

- পরবর্তীতে এই প্রযুক্তির উন্নতির মাধ্যমে আজকের আধুনিক টাচস্ক্রিন ডিভাইস (মোবাইল, ট্যাব, এটিএম মেশিন ইত্যাদি) তৈরি সম্ভব হয়েছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0