Bangladesh Railway -২০০৭ (সহকারী কমাডেন্ট) (96 টি প্রশ্ন )









ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি, খুঁটিটির দৈর্ঘ্য = x

এখন,

x - x/2 - x/3 = 2

⇒ (6x - 3x - 2x)/6 = 2

⇒ x = 2*6 = 12


 

মোট আয় = x

now,

x/3 - x/4 = (4x - 3x)/12 = 200

x/12 = 200

x = 2400

 

৬৬(২/৩)%
= (৬৬*৩ + ২)/৩%
= (১৯৮ + ২)/৩%
= ২০০/৩%
= ২০০/৩*১০০
= ২/৩
y টাকায় পাওয়া যায় x টি আম
১ টাকায় পাওয়া যায় x/y টি আম
x টাকায় পাওয়া যায় x*x/y = x2/y টি আম
 

দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অনুপাত এর বর্গের সমান হয়।

 

এই ক্ষেত্রে গড় হয় প্রথম এবং শেষ সংখ্যার গড় এর সমান। অর্থাৎ, (১ + ৪৯)/২ = ৫০/২ = ২৫
- টেলিভিশন এমন একটি যন্ত্র যাতে একই সঙ্গে ছবি দেখা যায় এবং শব্দ শোনা যায়।
- গ্রিক শব্দ 'টেলি' অর্থ দূরত্ব , আর ল্যাটিন শব্দ 'ভিশন' অর্থ দেখা।
- ১৮৬২ সালে তারের মাধ্যমে প্রথম স্থির ছবি পাঠানো সম্ভব হয়।
- এরপর ১৮৭৩ সালে বিজ্ঞানী মে ও স্মিথ ইলেকট্রনিক সিগনালের মাধ্যমে ছবি পাঠানোর পদ্ধতি আবিষ্কার করেন।
- ব্রিটিশবিজ্ঞানী জন এল বেয়ার্ড ১৯২৬ সালে টেলিভিশন আবিষ্কার করেন এবং সাদা কালো ছবি দূরে বৈদ্যুতিক সম্প্রচারে পাঠাতে সক্ষম হন।
- এর পর রুশ বংশোদ্ভুত প্রকৌশলী আইজাক শোয়েনবারগের কৃতিত্বে ১৯৩৬ সালে প্রথম টিভি সম্প্রচার শুরু করে বিবিসি।
- টেলিভিশন বানিজ্যিক ভিত্তিতে চালু হয় ১৯৪০ সালে। অতপর ১৯৪৫ সালে যন্ত্রটি পূর্ণতা লাভ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেলিভিশন উল্লেখযোগ্য পরিবর্তন সূচিত হয়।
- গত শতাব্দীর ৫০ এর দশকে টেলিভিশন গনমাধ্যমের ভূমিকায় উঠে আসে।

- অনেক ধরনের কাঁচ বাজারে পাওয়া যায়।
- এদের সংযুক্তি বিভিন্ন। তবে কাঁচ তৈরির প্রধান উপাদান হলো সিলিকা বালি SiO2, চুন (CaO) বা চুনাপাথর CaCO3 ও সোডা অ্যাস Na2CO3 ।
- এ ৩টি মূল উপাদান থেকে উৎপাদিত সাধারণ কাঁচের মোটামুটি সংযুক্তি হলো Na2. CaO. SiO2
- বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস।
- ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে আবিষ্কৃত হয় এবং ১৯৫৭ প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়।
- বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস।
- বর্তমানে দেশে আবিষ্কৃত মোট গ্যাসক্ষেত্র ৩১টি।
- এর মধ্যে চালু আছে ২৯টি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দুধ একটি আদর্শ খাদ্য। কারণ খাদ্যের ৬ টি উপাদানের সবগুলোই দুধে বিদ্যমান যেমনঃ ভিটামিন, শর্করা, আমিষ, স্নেহ, লবণ ও পানি



শুশুক, ডলফিন ও তিমি সামুদ্রিক প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। শুশুক শ্বাস-প্রশ্বাসে সরাসরি পানির উপরের বাতাস ব্যবহার করে। ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না। তাই এটি পানিতে ভেসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। এই সব প্রানীগুলো সাগরে লাফ দিয় উপরে উঠে, আসলে এরা অক্সিজেন গ্রহণ করে।

বাহুর দৈঘ্য a হলে, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, √৩/৪ aব.মি

=√৩/৪ * (১৬)2

=√৩/৪ * ১৬ * ১৬

= √৩ * ৪* ১৬

=৬৪√৩



(xp/xq)p + q . (xq/xr)q + r. (xr/xp)r + p 
= (xp - q)p + q. (xq - r)q + r . (xr - p)r + p
= x(p - q)(p + q). x(q - r)(q + r) . x(r - p)(r + p)
=xp2 - q2 . xq2 - r2.xr2 - p2 
=xp2 - q+ q2 - r2+r2 - p2
= x0
= 1


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0