বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার - ১৭.০৬.২০২২ (70 টি প্রশ্ন )
১০ টি সংখ্যার যোগফল = ১০০
প্রথম দুইটি সংখ্যার গড় = ২০
প্রথম দুইটি সংখ্যার সমষ্টি = ২০×২ = ৪০
৩য় ও ৪র্থ সংখ্যার সমষ্টি = ৫০

প্রথম চারটি সংখ্যার সমষ্টি = (৪০ + ৫০) = ৯০
অতএব ,পঞ্চম সংখ্যাটি =(১০০ - ৯০ ) = ১০ 


দেওয়া আছে,
ভূমি = ৩০ সে.মি.
উচ্চতা বা লম্ব = ৪০ সে.মি.

আমরা জানি, অতিভুজ = লম্ব + ভুমি 
                               = ৪০ + ৩০ 
                               = ২৫০০ 
 ∴ অতিভুজ = √২৫০০ = ৫০ সে.মি. 




২৫% বৃদ্ধিতে 
আপেলের ক্রয়মূল্য = { ১০০ + ১০০ এর (২৫/১০০)  } টাকা 
 
                        = ১২৫ টাকা 
 
ক্রয়মূল্য ১২৫ টাকা হলে কমাতে হবে = ২৫ টাকা 
    "        ১      "     "     "        "  = ২৫/১০০ " 
    "     ১০০     "     "       "       "  = {(২৫×১০০)/১২৫}
 
                                               = ২০ টাকা 
 
∴ ব্যবহার ২০% কমাতে হবে। 

ধারার ১ম পদ a = ৫
সাধারণ অন্তর d =৮ - ৫ = ৩
ধারার n তম পদ = ৩৮৩
আমরা জানি, n তম পদ = a + (n -1)d

 প্রশ্নমতে,
৫ + (n-1)৩ = ৩৮৩
⇒ ৫ + ৩n  - ৩ = ৩৮৩
⇒৩n + ২ = ৩৮৩
⇒ ৩n = ৩৮৩ - ২
⇒ ৩n = ৩৮১
⇒ n = ১২৭

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন




একটি সংখ্যা × অপর সংখ্যা = ল.সা.গু × গ.সা.গু
বা, ১২ × অপর সংখ্যা = ২৪ × ৮
বা, অপর সংখ্যা = (২৪ × ৮)/১২

∴ অপর সংখ্যা = ১৬। 


৮টি কমলার ক্রয়মূল্য ২০০ টাকা
১টি কমলার ক্রয়মূল্য ২০০/৮ টাকা
                      = ২৫ টাকা

৪০% লাভে, 
 ১টি কমলার বিক্রয়মূল্য = ২৫ + ২৫ এর ৪০%
= ২৫ + ২৫ এর ৪০/১০০
= ২৫ + ১০ 
= ৩৫ টাকা 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর তৈরি জিনিসপত্রের উপর অন্য একটি কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। এভাবে ধাতব পৃষ্ঠ রক্ষা করা যায়।
-তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর তৈরি জিনিসপত্রের উপর টিনের প্রলেপ দেওয়া কে টিনপ্লেটিং বলা হয়।
-কোনো ধাতুর উপর জিংক বা দস্তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলে।
-রাবারের তৈরি জিনিসপত্র শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে রাবারের সাথে সালফার মেশানোকে ভলকানাইজিং বলে।
যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে খুব অল্প পরিমাণে আয়নিত অবস্থায় থাকে তাদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলে।
যেমন- পানি (H2O), ইথানয়িক এসিড (CH3COOH) ইত্যাদি।

বাই কার্বনেট - HCO3
ইথাইল অ্যালকোহল - C2H5OH
ফরমিক এসিড - HCOOH

- যে সব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য সম্পদ বলে।
যেমন -বায়ু,পানি,সমুদ্র স্রোত ও সৌরশক্তি,বায়োগ্যাস ।

- যেসব প্রাকৃতিক সম্পদ একবার নিঃশেষ হলে আর পাওয়া যায় না সেগুলোকে অনবায়নযোগ্য সম্পদ বলে।
যেমন - প্রাকৃতিক গ্যাস ও কয়লা ,তেল (ডিজেল) ।






ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0