বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদকে সমধাতুজ কর্ম বা ধাতৃর্থক কর্মপদ বলে। যেমনঃ -এমন সুখের মরণ কে মরতে পারে ? -আর কত খেলা খেলবে, বেশ এক ঘুম ঘুমিয়েছি।
লালসালু বাঙালি লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত অভিষেক উপন্যাস। ১৯৪৮ সালে রচিত এবং প্রকাশিত উপন্যাসটি বাংলা সাহিত্যের ধ্রুপদী সৃষ্টিকর্ম হিসেবে বিবেচিত। এর পটভূমি ১৯৪০ কিংবা ১৯৫০ দশকের বাংলাদেশের গ্রামসমাজ হলেও এর প্রভাব বা বিস্তার কালোত্তীর্ণ। নোয়াখালী অঞ্চল থেকে মজিদ নামের এক কূটচরিত্র গারোপাহারি অঞ্চলে গিয়ে সেই এলাকার মানুষকে ধর্মের নামে কিভাবে শোষণ করে। সেই বাস্তব চিত্র আছে উপন্যাসটি। মূলত গ্রামীণ সমাজের সাধারণ মানুষের সরলতাকে কেন্দ্র করে ধর্মকে ব্যবসার উপাদানরূপে ব্যবহারের একটি নগ্ন চিত্র উপন্যাসটির মূল বিষয়। ওয়ালীউল্লাহ এই উপন্যাসের জন্যে ১৯৬১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। উপন্যাসটি উর্দু, ফরাসি, ইংরেজি ও ভাষায় অনুবাদ করা হয়েছে।
- 'লালসালু' (১৯৪৮) উপন্যাসটি Tree without roots নামে অনূদিত হয়
তার উপন্যাসগুলো হলো : - লালসালু - চাঁদের অমাবস্যা - কাঁদো নদী কাঁদো
তার নাটকগুলো হলো : - বহিপীর - তরঙ্গভঙ্গ - উজানে মৃত্যু - সুড়ঙ্গ
- শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি এবং প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এর স্ত্রী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে তার স্বামী, তিন পুত্র এবং দুই পুত্রবধূর সাথে হত্যা করা হয় - তার জন্ম তারিখ ৮ আগস্ট - ২০২১ সাল থেকে এই দিনে সরকারিভাবে বঙ্গমাতা জাতীয় দিবস পালিত হয়।
মমতাজউদ্দিন আহমেদ রচিত ‘কী চাহ শঙ্খচিল’ বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটক। তার রচিত আরও কিছু নাটক- স্বাধীনতা আমার স্বাধীনতা, বকুলপুরের স্বাধীনতা, সাত ঘাটের কানাকড়ি ইত্যাদি।
গ্রেট এশিয়ান হাইওয়ে নামে পরিচিত আন্তঃএশিয়া যোগাযোগ ব্যবস্থা বা এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক (এএইচ) এশিয়া ও ইউরোপের দেশসমূহ এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএন-এসক্যাপ) এর একটি সহযোগী প্রকল্প।
-এর দৈর্ঘ্যে ১ লাখ ৪৪ হাজার ৬৩০ কিলোমিটার। -এটি এশিয়ার ৩২ টি দেশকে ইউরোপের সঙ্গে যুক্ত করবে
আয়া সোফিয়া মধ্যযুগের রোম সাম্রাজ্য এবং উসমানীয় সাম্রাজ্যের সাবেক রাজধানী কনস্টান্টিনোপলের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ধর্মীয় স্থাপনা যা বর্তমানে মসজিদ হিসেবে পরিচিত।
- এটি বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত। -সর্বশেষ ২৪ জুলাই ২০২০ তারিখে এই মসজিদে ৮৬ বছর পর জুমার নামাজ আদায় করা হয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
Metaphor এ কোন ব্যাক্তি, বস্তু বা কোন কিছুকে এমন অন্য একটি জিনিসের সাথে তুলনা করা হয় যার সাথে কোন মিলই নেই। তুলনা করতে like /as ব্যবহৃত হয়না। -The jaws of death হচ্ছে একটি noun phrase -এটি অর্থ হচ্ছে dying or being killed -এটি metaphor
প্রণালী হল দুটি নদী বা সমুদ্রের সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহ বা ধারা। ইংলিশ চ্যানেল, যা চ্যানেল নামেও পরিচিত, একটি জলের অংশ যা ইংল্যান্ডের দক্ষিণ উপকূলকে ফ্রান্সের উত্তর উপকূল থেকে পৃথক করে। এটি আটলান্টিক মহাসাগরকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করে এবং এটি প্রায় ৩৫০ কিলোমিটার দীর্ঘ এবং প্রস্থে ২৪০ কিলোমিটার থেকে ডোভার প্রণালীতে ৩৩.৩ কিলোমিটার পর্যন্ত প্রস্থে পরিবর্তিত হয়। চ্যানেলটি তার শক্তিশালী স্রোত এবং অপ্রত্যাশিত আবহাওয়ার জন্য পরিচিত, এটি জাহাজ এবং নৌকাগুলির নেভিগেট করার জন্য একটি চ্যালেঞ্জিং এবং সম্ভাব্য বিপজ্জনক এলাকা তৈরি করে।
বিখ্যাত প্রণালী সমূহঃ
♦ পক প্রণালী পৃথক করেছে 'ভারত-শ্রীলঙ্কা' সংযুক্ত করেছে 'ভারত মহাসার-আরব মহাসাগর'
♦ জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা - স্পেন সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক--- - ভুমধ্যসাগর
♦ মালাক্কা প্রণালী পৃথক করেছে সুমাত্রা --- মায়েশিয়া সংযুক্ত করেছে বঙ্গোপসাগর ----- জাভা সাগর
♦ বেরিং প্রণালী পৃথক করেছে আমেরিকা --- এশিয়া সংযুক্ত করেছে উত্তর সাগর ------ বেরিং সাগর
♦ ফোরিডা প্রণালী পৃথক করেছে কিউবা --- ফোরিডা সংযুক্ত করেছে মেক্সিকো উপসাগর ------ আটলান্টিক
♦ ইংলিশ চ্যানেল পৃথক করেছে ফ্রান্স -- ব্রিটেন সংযুক্ত করেছে আটলান্টিক -উত্তর সাগর।
♦ সুন্দা প্রণালী পৃথক করেছে সুমাত্রা ---- জাভা সংযুক্ত করেছে ভারত মহাসাগর ---- জাভা সাগর।
♦ হরমুজ প্রণালী পৃথক করেছে ইরান -- আরব আমিরাত সংযুক্ত করেছে পারস্য উপসাগর -- ওমান সাগর
♦ মেসিনা প্রণালী পৃথক করেছে ইটালী ---- সিসিলি সংযুক্ত করেছে টির ইনিয়ান --- আইওনিয়ান সাগর।
♦ ডোভার প্রণালী পৃথক করেছে ফ্রান্স --- ব্রিটেন সংযুক্ত করেছে ইংলিশ চ্যানেল ----- উত্তর সাগর
♦ বসফরাস প্রণালী পৃথক করেছে এশিয়া --ইউরোপ সংযুক্ত করেছে মরমর সাগর ----- কৃষ্ণ সাগর
♦ বার্বেল মান্ডেল পৃথক করেছে প্রণাল-----এশিয়া - আফ্রিকা সংযুক্ত করেছে এডেন ------ লোহিত সাগর
এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ (Morpheme)। রূপ গঠন করে শব্দ। সেই জন্য শব্দতত্ত্বকে রুপতত্ত্ব (Morphology) বলা হয়। লিঙ্গ, সমাস, বচন, ধাতু, সংখ্যাবাচক পদ, পদাশ্রিত নির্দেশক, দ্বিরুক্তি, ক্রিয়া, কাল, পুরুষ, উপসর্গ, পদ, প্রকৃতি ও প্রত্যয়।
হ্যারি পটার হচ্ছে ব্রিটিশ লেখিকা জে . কে রাউলিং রচিত সাত খণ্ডের কাল্পনিক উপন্যাসের সিরিজ ।এই সিরিজের উপন্যাসের মূল বিষয় জাদুকরদের দুনিয়া নিয়ে ।আর এর কাহিনী আবর্তিত হয়েছে হ্যারি পটার নামের এক কিশোর জাদুকরকে ঘিরে ।
চন্ডীমঙ্গল কাব্য প্রাচীন বাংলা সাহিত্যের মঙ্গলকাব্যের ধারায় একটি অন্যতম অধ্যায়। দেবী চন্ডিকার স্বরূপ এবং মর্ত্যে তাঁর পূজা প্রচার তথা দেবী চন্ডীর মহিমা কীর্তনই এই কাব্যের মুখ্য বিষয়। কিন্তু সাহিত্য হিসেবেও আছে এর বিশেষ মূল্য। চন্ডীমঙ্গল কাব্যের কাহিনি মূলত দুটি। - কালকেতু : ফুল্লরা কাহিনি যা “আখেটিক খন্ড” এর অন্তর্গত। এবং - ধনপতি : খুল্লনা-লহনা কাহিনি যা “বণিক খন্ড” নামে পরিচিত।
এই কাব্যের রচিয়তা মুকুন্দরাম চক্রবর্তী। তিনি প্রধান/শ্রেষ্ঠ কবি। - আদি কবি মানিক দত্ত - চন্ডী শিবের স্ত্রী। তাঁর অপর নাম পার্বতী।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।