বাংলাদেশ রেলওয়ে (উপ-সহকারী প্রকৌশলী) -২০১৩ (92 টি প্রশ্ন )
ধরি ,
দুটি ক্রমিক সংখ্যা x,x+1
শর্তমতে , (x+1)²-x²197
বা ,x²+2x+1-x²=197
বা,x=98
∴ ক্রমিক সংখ্যা দুটি ৯৮,৯৯

 
ব্যবহার হ্রাসের হার =(১০০×মূল্য বৃদ্ধির হার )/(১০০+মূল্য বৃদ্ধির হার )
 =জত (১০০× ২৫,১০০+২৫)
=(১০০×২৫)/১২৫=২০%
 
 চৌবাচ্চার আয়তন =(দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) ঘন মি.
(৩×২×৪) ঘন মি .
=২৪ ঘন মি .
=(২৪× ১০০০) লিটার
=২৪০০০
কঃখ=৪ঃ৫=৮ঃ১০
খঃগ=২ঃ৩=১০ঃ১৫
∴কঃগ=৮ঃ১৫
বা ,ক/গ=৮/১৫
বা গ=১৫০০
 
গ.সা.গু=১৪;
ল.সা.গু=১৫৮
∴ আমরা জানি,
অপর সংখ্যা =(ল.সা.গু × গ.সা.গু)/একটি সংখ্যা =(১৬৮× ১৪)/৪২=৫৬


২৪ জন ছাত্রের মোট বয়স=(২৪×১৪) বছর
একজন শ্রেণী শিক্ষকের বয়স ২৪ জন ছাত্রে বয়সের সাথে যোগ করায় বয়সের গড় এক বছর বৃদ্ধি পায় ।
∴ ২৫ জনের মোট বয়স =(২৫× ১৫) বছর =৩৭৫ বছর
∴  শিক্ষকের বয়স =(৩৭৫-৩৩৬) বছর =৩৯ বছর

 
যুক্তরাজ্যের কোন লিখিত সংবিধান নেই ।ব্রিটেন বা যুক্তরাজ্যের শাসনতন্ত্রের বাইবেল নামে অভিহিত করা হয় 'ম্যাগনাকার্টাকে । এটি স্বাক্ষরিত হয় ১২১৫ সালে ।যুক্তরাজ্যের আইনসভার নাম 'পার্লামেন্ট '।এটি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা ।
 

চৈতন্য মহাপ্রভু (১৪৮৬ – ১৫৩৪) ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট বাঙালি ধর্ম ও সমাজ সংস্কারক। তিনি অধুনা পশ্চিমবঙ্গের নদিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। গৌড়ীয় বৈষ্ণবগণ তাঁকে শ্রীকৃষ্ণের পূর্ণাবতার মনে করেন।শ্রীকৃষ্ণ চৈতন্য ছিলেন ভাগবত পুরাণ ও ভগবদ্গীতা-য় উল্লিখিত দর্শনের ভিত্তিতে সৃষ্ট বৈষ্ণব ভক্তিযোগ মতবাদের একজন বিশিষ্ট প্রবক্তা। তিনি বিশেষত রাধা ও কৃষ্ণ রূপে ঈশ্বরের পূজা প্রচার করেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্রটি জনপ্রিয় করে তোলেন। সংস্কৃত ভাষায় শিক্ষাষ্টক নামক প্রসিদ্ধ স্তোত্রটিও তাঁরই রচনা। গৌড়ীয় বৈষ্ণব মতানুসারে, ভাগবত পুরাণের শেষের দিকের শ্লোকগুলিতে রাধারানির ভাবকান্তি সংবলিত শ্রীকৃষ্ণের চৈতন্য রূপে অবতার গ্রহণের কথা বর্ণিত হয়েছে।

 

‘সে আমার মনের মত লোক’ =He is a man after my heart

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
lamb=মেষ শাবক ।
bleat=ভেড়া
roar=গর্জন
Scream=তীক্ষ্ণ আর্তনাদ করা
Grunts=ঘোৎ ঘোৎ শব্দ করা
Sinces for এর পর Time এর উল্লেখ থাকলে তবে Present Perfect Continuous হবে ।
গঠন -Sub+has/have been +মূল verb+ing
amicable =বন্ধুভাবাপূর্ণ ,আন্তরিক ।
hostile-শত্রুভাবাপন্ন
amusing-আমোদজনক
expensive-দামি
friendly-প্রীতিপূর্ণ
basis=ভিত্ত
fleet=নৌবহর
shoal=মাছের ঝাঁক
crew=নাবিক দল
adjacent to =লেগে থাকা
A Mid Summer Night's Dream হচ্ছে William Shakespear (1564-1616) এর  Comedy Play .
আরো কিছু গুরুত্বপূর্ণ comedy হল -The Merchant of Venice,All's Well That Ends Well,The Tempest,As you Like it ,Commedy of Errors ,Twelfth Night .
 
Adverb একটি part of speech যা একটি verb, adjective অথবা অন্য একটি adverb কে বর্ণনা করে। এটি কখন? /কোথায়? / কিভাবে? / কি উপায়ে? / এবং কি পরিমাণে? adverb ,adjective কে qualify করে ।
বাক্যটিতে safely শব্দটি reacted কে modify করছে ,সুতরাং এটি adverb হিসেবে গণ্য করা হবে ।
myopia-ক্ষীণদৃষ্টি ,দূরের জিনিস পরিস্কারভাবে দেখতে পায় না এমন
Myeloma-এক প্রকার ক্যান্সার, যা টিউমারের মোট হাড়ের পাশের অবস্থান করে ।
Myalgia-মাংশপেশিতে ব্যথা।
Anemia-রক্তাল্পতা রোগ


write off-পাওনা বাদ দেওয়া।
to reduce =মূল্য কমানো
to increase money =অর্থ বৃদ্ধি করা
to cancel a dept =পাওনা বাদ দেওয়া


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
fact শব্দের অর্থই a thing that is known or proved to be true. তাই .কোন কিছু সত্য প্রমাণ হয়েছে বুঝালে It is a fact হবে
reporting speech interrogative sentence এ থাকলে indirect করার সময় said to এর পরিবর্তে asked বসে ।
কমা উঠে যায় ,কমা এর পরিবর্তে wh word বসে .
reporting verb অনুযায়ী sub +verb বসে ।
hyper =অস্বাভাবিক
Supreme=সর্বোচ্চ
extreme =চরম
below =নিচে
By fits and starts'=অনিয়মিভাবে
irregularly=অনিয়মিতভাবে
carefully-সতর্কভাবে
regularly-নিয়মিতভাবে
attentively=মনোযোগ সহকারে


courage = সাহস
Daring= সাহসী
strong = শক্তিশালী
cowardice= কাপুরুষতা
let's দ্বারা চল ,প্রস্তাব বা offer বুঝায়
কম্পিউটারে অস্থায়ী স্মৃতিকে Random Access Memory বলা হয় ।কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে Read Only Memory বা ROM বলে
proprietor =মালিক
এখানে Telling হচ্ছে gerund যা noun এর কাজ করে এবং বাক্যটি চিরন্তন সত্য হওয়ায় present tense হবে এবং telling singular বলে singular verb (is) হবে
বাক্যটিতে দুইটি clause রয়েছে । একটি clause এ have আছে ।তাই অপর clause টিতেও have হবে থবে এখানে so +have+pronoun হবে

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0