রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌলশী (ব্রিজ)- ২০১৮ (96 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
১২ জুন ২০১৮ সিঙ্গাপুর সেন্তোসা দ্বীপে হোটেল দ্য ক্যাপেলোতে অনুষ্ঠিত হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে এক ঐতিহাসিক বৈঠককে অভিহিত করেছে the meeting of the century নামে ।
i
ব্যাখ্যা (Explanation):
-দাঁত ও হাড়ের গঠনের জন্য সব ভিটামিন প্রয়োজন ।
-তবে ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে যা দাঁত ও হাড়ের প্রধান উপাদান ।
-তাই এখানে উত্তর হবে ভিটামিন ডি ।
i
ব্যাখ্যা (Explanation):
চাঁদে অভিকর্ষজ ত্বরণ, g´ = g/6 

ঐ বস্তুর ওজন = 9.8/6 N [ যেহেতু ব্দতুর ওজন g এর উপর নির্ভরশীল ] 
         
                   = 1.63N 
i
ব্যাখ্যা (Explanation):
কার্বনের পারমাণবিক ভর = ১২ অক্সিজেনের পারমাণবিক ভর = ১৬ এখানে CO2 এ কারবনের আছে ১ পরমাণু এবং অক্সিজেনের আছে ২ পরমাণু । সুতরাং CO2 এর আণবিক ভর 12 + (16×2) = 12 + 32 = 44
i
ব্যাখ্যা (Explanation):
ADB প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট ১৯৬৬ এবং এটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর ১৯৬৬ । এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত ।
i
ব্যাখ্যা (Explanation):
সৈয়দ শামসুল হক রচিত বাঙ্গালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক ' নূরলদীনের সারাজীবন' । রংপুরের আঞ্চলিক ভাষায় রচিত পয়ার ছন্দে বিন্যস্ত এ কাব্যনাট্য বাংলা নাটকের ইতিহাসে সঞ্চার করেছে এক নতুন মাত্রা । তার রচিত আরো কয়েকটি কাব্যনাট্য- পায়ের আওয়াজ পাওয়া যায়, গণ্নায়ক, এখানে এখন । মুনীর চৌধুরী রচিত 'রক্তাক্ত প্রান্তর' নাটকের মূল উপজীব্য ১৭৬১ সালের পানিপথের তৃতীয় যুদ্ধ । মাইকেল মধুসূদন রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক 'শর্মিষ্ঠা' এবং তার রচিত প্রহসন 'একেই কি বলে সভ্যতা?' ।
i
ব্যাখ্যা (Explanation):
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫-৬ ফেব্রুয়ারি ১৯৬৬ পাকিস্থানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের 'বিষয় নির্বাচনী' কমিটিতে বাঙালী জাতির মুক্তির সনদ নামে খ্যাত ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন ।
i
ব্যাখ্যা (Explanation):
ফরাসি বিপ্লব সংঘটিত হয় ১৭৮৯ সালে । এ বিপ্লবের স্থায়িত্ব ছিল ১৭৮৯ -১৭৯৯ সাল পর্যন্ত । এ বিপ্লবের মূলনীতি ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
'ঢাকার মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয় ১৯২৬ সালে । এ প্রতিষ্ঠান মুক্তবুদ্ধি চর্চাকে আদর্শ হিসেবে গ্রহন করে । এর সভ্যরা ' বুদ্ধির মুক্তি' আন্দোলন গড়ে তোলে । মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল 'শিখা' (১৯২৭-১৯৩১) পত্রিকা ।
i
ব্যাখ্যা (Explanation):
ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নিরপেক্ষ দলিল 'India Wins Freedom' গ্রন্থের লেখক মওলানা আবুল কালাম আজাদ । তিনি ১৯২০ এর দশকে মূলত রাজনীতিতে সংশ্লিষ্ট হন । তিনি দুইবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন ।
i
ব্যাখ্যা (Explanation):
চা ও কফিতে ক্যাফেইন নামক রাসায়নিক পদার্থ থাকে, যা মানুষের শরীর ও মনকে চাঙ্গা করে । এটি মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে ।
i
ব্যাখ্যা (Explanation):
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র হলো সংবিধান । খসড়া সংবিধান ১২ অক্টোবর ১৯৭২ গণপরিষদে উথাপন করা হয় এবং ৪ নভেম্বর ১৯৭২ তা গণপরিষদ কর্তৃক গৃহীত হয় । আর এ সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে ।
i
ব্যাখ্যা (Explanation):
ভিটামিন 'সি' ( অ্যাসকরবিক এসিড )- এর অভাবে স্কার্ভি রোগ হয় । তাছাড়া এর অভাবে শিশুদের মাড়ি ফুলে যায়, দেহের ওজন হ্রাস পায়, রক্তশূন্যতা হয়, দুর্বল লাগে এবং ক্ষত সারতে বা ভাঙ্গা হাড় জোড়া লাগতে দেরি হয় ।
i
ব্যাখ্যা (Explanation):
-১৮ জুন ১৯১৪ অষ্ট্রিয়ার যুবরাজ ফার্ডিন্যান্ড আততায়ীর গুলিতে স্ত্রীসহ নিহত হওয়ার ১ মাস পর ২৮ জুলাই ১৯১৪ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ।
-১১ নভেম্বর ১৯১৮ দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় ।
-তবে ২৮ জুন ১৯১৯ ভার্সাই শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় ।
i
ব্যাখ্যা (Explanation):
২০০৮ সালের মে মাসে জারিকৃত অধ্যাদেশ অনুসারে বর্তমানে বাংলাদেশে গ্রামাঞ্চলে তিন স্তর বিশিষ্ট এবং শহরাঞ্চলে দুই স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান । গ্রাম পর্যায়ে স্তরগুলো হলো- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এবং শহর পর্যায়ে- পৌরসভা ও সিটি কর্পোরেশন ।
i
ব্যাখ্যা (Explanation):
ভারত শ্রীলংকাকে পৃথক করেছে পক প্রণালি । এটি সংযুক্ত করেছে ভারত মহাসাগর ও আরব সাগরকে । আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালি ।
i
ব্যাখ্যা (Explanation):
• মালয়েশিয়ার স্বাধীনতার জনক, প্রথম রাজা, প্রথম প্রধানমন্ত্রী ও ওআইসি'র প্রথম মহাসচিব টেংকু আবদুল রহমান পুত্রা আল হাজ ।
• আধুনিক মালয়েশিয়ার স্থপতি, চতুর্থ প্রধানমন্ত্রী (১৯৮১-২০০৩), বর্তমান ও সপ্তম প্রধানমন্ত্রী ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ ।
• তার পূর্ব পুরুষদের দেশ বাংলাদেশের চট্টগ্রাম ।
• মালয়েশিয়ার বর্তমান ক্ষমতাসীন জোট পাকাতান হারাপান (PH) ।
i
ব্যাখ্যা (Explanation):
- ১২ ডিসেম্বর ২০২১ সালে বাংলাদেশে 5G তে প্রবেশ করে। একমাত্র টেলিটক প্রথম এটি চালু করে।
- তার আগে ১৯ ফেব্রুয়ারি ২০১৮ চতুর্থ প্রজন্মের (4G) মোবাইল ফোন সেবার যুগে প্রবেশ করেছে বাংলাদেশ । 
- 3G তে প্রবেশ করে বাংলাদেশ ২০১৩ সালে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
মুনীর চৌধুরী রচিত ' রক্তাক্ত প্রান্তর' নাটকটি মহাকবি কায়কোবাদের ' মহাশ্মাশান' মহাকাব্যকে আশ্রয় করে রচিত । এ নাটকটির মূল উপজীব্য ১৭৬১ সালের পানিপথের তৃতীয় যুদ্ধ ।
i
ব্যাখ্যা (Explanation):
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৯১২ সালে নাথান কমিশন গঠিত হয় । এ কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯১২ সালে ১ জুলাই তিনটি আবাসিক হল, তিনটি অনুষদ ও ৮৭৭ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে ।
i
ব্যাখ্যা (Explanation):
- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' ।
- এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়।
- এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি।
- এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
- উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে।
- এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
i
ব্যাখ্যা (Explanation):
২০২২ সালের ফিফা বিশ্বকাপের ২২তম আসর অনুষ্ঠিত হবে মধ্যপ্রচ্যের পারস্য উপসাগরের পশ্চিম তীরে অবস্থিত আয়তনে ছোট কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী দেশ কাতারে । ২০২৬ সালে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে ।
i
ব্যাখ্যা (Explanation):
মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে ডিএনএ (DNA = Deoxyribonucleic Acid)। তবে মেলানিন নামক একধরণের পদার্থ এক্ষেত্রে প্রত্যেক্ষ ভূমিকা রাখে । সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম, সকল প্রকার জৈবনিক কার্যের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক এসিড তাকে DNA বলে ।
i
ব্যাখ্যা (Explanation):
প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো হলো মিথেন ৮০%-৯০%, ইথেন ১৩%, প্রোপেন ৩% । এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেনও কিছু পরিমাণ থাকে । আমাদের বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫%-৯৯,৯৯% ।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের গড় বৃষ্টিপাত ২০৩ সেমি. বা ২০৩০ মিমি.।
i
ব্যাখ্যা (Explanation):
খুঁটিটি অতিক্রমের সময় ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে । 

৬০,০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ড 
 
   ১                            "    ৩৬০০/৬০০০০

   ১০০                        "    ৩৬০০× ১০০/৬০০০০ 
      
                                     = ৬ সেকেন্ড 
i
ব্যাখ্যা (Explanation):


যেহেতু ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু, তাই ত্রিভুজটির ক্ষেত্রফল = 1/2 × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুনফল

                                                                             = 1/2×10×10

                                                                             = 50 বর্গ একক

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ । যেহেতু ত্রিভুজটির একটি কোণ হচ্ছে 90º , তাই অপর দুটি কোণের সমষ্টি হবে 90º এবং দুটি কোণই হবে পরস্পর সমান অর্থাৎ দুটি কোণের প্রতিটির মান হবে 45º । সুতরাং ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণের মান 45º । 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0