- ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি ইন্টারনেট সেবা যা কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটিং এর চাহিদা পূরণ করে। - এটি এমন একটি প্রযুক্তি যা সহজতরভাবে কম সময়ে অধিক ক্ষমতাসম্পন্ন অনলাইন কম্পিউটটিং সেবা প্রদান করে থাকে। - ২০০৬ সালে অনলাইনভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন বাণিজ্যিকভাবে ক্লাউট কম্পিউটিং এর ব্যবহার শুরু করে। - Pay as You Go একটি সাম্প্রতিক payment service model, যা Cloud Computing সেবাদাতা প্রতিষ্ঠানগুলো অনুসরণ করে। - এ মডেলে ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হয় না। - ক্রেতা যা ব্যবহার করবে কেবল তার জন্যই payment দিতে হবে।
- Charles Dickens হলেন Victorian age (1832-1901) এর সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক। - 'David Copperfield' তার লেখা আত্মজীবনীমূলক উপন্যাস। - ডেভিডের জন্মের পূর্বেই তার পিতা মারা যায়। - তার মা Edward Murdstone নামে এক লোককে বিয়ে করে, সেখানে তারা খুব অত্যাচার এবং লাঞ্ছনার শিকার হয়। - তার মায়ের মৃত্যুর পর তিনি লন্ডনে পালিয়ে যান। সেখানে তিনি অনেক দুঃখ, কষ্ট সহ্য করে, অনেক সংগ্রাম করে লেখক হিসেবে স্বীকৃতি পায়। - এই উপন্যাসের মাধ্যমে Charles Dickens তার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনাগুলো তুলে ধরেছেন।
Dickens এর অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে- - Great Expectations, - A Tale of Two Cities, - A Christmas Carol, - Hard Times, - The Pick-Wick Papers etc.
- শুদ্ধ বাক্য: I know what he wants. - কারণ, embedded question এর নিয়ম অনুযায়ী বাক্যের শুরুতে auxiliary verb থাকলে বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন বসে। অন্যথায় বাক্যের শেষে ফুলস্টপ (.) বসে।
- বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত । - এর প্রতিষ্ঠাকাল ১৮৭০ সাল । - এটি দেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা। - ১৮৭০ সালে রংপুরের তাজহাট জমিদার এর দান করা জমির উপর একটি মিটার-গেজ বাষ্পচালিত লোকোমোটিভের মেরামত শেড হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রতিষ্ঠিত হয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- গ্র্যান্ড স্ল্যাম একই বর্ষপঞ্জীর চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ জেতাকে বোঝায়। - প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়। - গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয়। - গ্র্যান্ড স্ল্যাম অর্জনের জন্য, একজন টেনিস খেলোয়াড়কে এক ক্যালেন্ডার বছরের মধ্যে চারটি প্রধান টুর্নামেন্ট জিততে হয়। এই চারটি টুর্নামেন্ট হল: - অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) - জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। - ফ্রেঞ্চ ওপেন (French Open) - মে এবং জুন মাসে অনুষ্ঠিত হয়। - উইম্বলডন (Wimbledon) - জুন এবং জুলাই মাসে অনুষ্ঠিত হয়। - ইউএস ওপেন (US Open) - আগস্ট এবং সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়।
- সাধারণত affirmative বাক্যকে negative বাক্যে রুপান্তর করতে হলে auxiliary verb এর সাথে not যুক্ত করতে হয় এবং adjective টির বিপরীত শব্দ বসাতে হয় ।অর্থাৎ অর্থের পরিবর্তন না করে শুধু structure পরিবর্তন করতে হবে ।
- সুতরাং বাক্যটির সঠিক negative form হচ্ছে - No man is immortal /Man is not immortal .
- বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন 'চর্যাপদ' গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। - মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন। - এতে পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন। - সরহপা মোট ৪টি (২২, ৩২, ৩৮, ৩৯) পদ রচনা করেছেন। - তাঁর রচিত ৩২ নং পদ: হাথে রে কাঙ্কাণ মা লোউ দাপণ (অর্থ: হাতের কাঁকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না)। - চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপা। - চর্যাপদের সর্বোচ্চ ১৩টি পদের রচয়িতা কাহ্নপা।
- জহির রায়হান রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস ‘আরেক ফাল্গুন' (১৯৬৮)। - ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সালে বর্তমান শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্র/ছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম-প্রণয় ইত্যাদি এ উপন্যাসের মূল বিষয়। - আরেক ফাল্গুন উপন্যাসের চরিত্রসমূহ: মুমিন, আসাদ, রসুল, সালমা ।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস: - ‘শেষ বিকেলের মেয়ে’ (১৯৬০), - 'তৃষ্ণা' (১৯৬২), - ‘হাজার বছর ধরে' (১৯৬৪), - ‘কয়েকটি মৃত্যু (১৯৬৫)। - ‘আরেক ফাল্গুন' (১৯৬৮), - ‘বরফ গলা নদী’ (১৯৬৯) - ‘আর কত দিন’ (১৯৭০), - ‘একুশে ফেব্রুয়ারি’ (১৯৯২)।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation। - এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের একটি অর্থনৈতিক জোট। - এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল। - প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। - বর্তমান সদস্য সংখ্যা: ৭টি।
বর্তমান সদস্য দেশগুলি হলো: - বাংলাদেশ - থাইল্যান্ড - ভারত - শ্রীলঙ্কা - মিয়ানমার - নেপাল - ভুটান
- এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। - বর্তমান মহাসচিব: Indra Mani Pandey - BIMSTEC-এর সর্বশেষ সদস্য দেশ নেপাল এবং ভুটান, যা ২০০৪ সালের ফেব্রুয়ারিতে পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- "অন্যের দোষ ধরো না" বাক্যটির ইংরেজি অনুবাদ হবে "Do not find faults with others" কারণ এখানে "find faults" অর্থ হলো কাউকে বা কিছু বিষয়ের ত্রুটি খোঁজা বা সমালোচনা করা। - "With others" অংশটি সঠিকভাবে অন্যদের সাথে সম্পর্কিত ত্রুটি খোঁজার বিষয়কে নির্দেশ করে।
- অন্যান্য অপশনগুলো সঠিক নয়, কারণ সেগুলোর মধ্যে কিছু ভুল ব্যাখ্যা রয়েছে যেমন "search for others fault" বা "eatch a blame" এগুলি প্রাসঙ্গিক নয়।
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে ,তাকেই কর্মকারক বলে। - ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্মকারক । - যেমন -কাননে কুসুমকলি সকলি ফুটিল । - এখানে যদি প্রশ্ন করা হয় ,কাননে কি ফুটিল? তাহলে উত্তর হবে -কুসুমকলি । সুতরাং এটি কর্মকারক । - এছাড়া 'কুসুমকলি' শব্দের সাথে শূন্য বিভক্তি যুক্ত হওয়ায় এটি কর্মকারকে শূন্য বিভক্তি ।
বিদ্যাপতি: - বিদ্যাপতি ছিলেন একজন বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার অন্যতম রূপকার। - তিনি মিথিলার সীতামারী মহকুমার বিসফি গ্রামে এক বিদগ্ধ শৈব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। - তাঁর পিতার নাম ছিল গণপতি ঠাকুর এবং তাঁদের পারিবারিক উপাধি ছিল ঠক্কর বা ঠাকুর। - তিনি 'মৈথিল কোকিল' ও 'অভিনব জয়দেব' নামে খ্যাত। - তাঁর অন্যান্য উপাধি ছিল: কবিকণ্ঠহার, পণ্ডিত ঠাকুর, নব কবিশেখর, কবিরঞ্জন, সদুপাধ্যায় ও রাজপণ্ডিত। - তিনি অপভ্রংশ ভাষায় 'কীর্তিলতা' নামে ঐতিহাসিক কাব্য লিখেছিলেন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।