বাংলাদেশ রেলওয়ে (ওয়েম্যান,পরীক্ষার) - ১০.০৬.২০২৩ (70 টি প্রশ্ন )
স্বরবর্ণ: স্বরধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে বলা হয় স্বরবর্ণ। 

-বাংলা ভাষার স্বরবর্ণ- ১১টি। 
যথা: অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ। 
 
-বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা ৩৯টি।
-বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা ৫০টি।
 
উল্লেখ্য: বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সাতটি। 
যথা:ই, এ, এ্যা, আ, অ, ও , উ।

যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাকে বলা হয় অঘোষ ধ্বনি। 
যেমন- ক, খ, চ, ছ ইত্যাদি।
 
সাধারণত বর্গের ১ম ও ২য় বর্ণের উচ্চারণ অঘোষ হয় এবং ৩য়, ৪র্থ, ৫ম বর্ণের উচ্চারণ ঘোষ হয়।

No sooner had যুক্ত বাক্যের প্রথম অংশে past perfect এবং পরের অংশ past indefinite tense হয় ।

সঠিক উত্তর হবে - came.
- Complete Sentence: No sooner had he left than I came.
 
উল্লেখ্যঃ No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই ‘করতে না করতেই/ হতে না হতেই’ এ রকম অর্থে ব্যবহৃত হয় এবং এর প্রথম অংশ Past Perfect এবং Verb এর Past Participle হয় এবং ২য় অংশে Past Indefinite হয়।
- No sooner had থাকলে পরের অংশে than ব্যবহৃত হয়। 
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়। 
- Scarcely had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়। 
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।

৫ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
৪ অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
পার্থক্য = ১০০০০ - ৯৯৯৯ = ১
যে ধারার যেকোনো পদের সাথে তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান হয় অর্থাৎ যেকোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে ভাগফল সব সময় সমান হয়, সে ধারাকে গুণোত্তর ধারা বলে এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে। 

যেমন:
১/৫, ১/২৫, ১/১২৫ ........
৩, ৯, ২৭...............
১/২, ১/৪ ১/৮................
প্রথম English dictionary লিখেছেন Samuel Johnson(স্যামুয়েল জনসন)

-তিনি 18 সেপ্টেম্বর, 1709 সালে ইংল্যান্ডের স্টাফোর্ডশায়ারের লিচফিল্ডে জন্মগ্রহণ করেন।
-তিনি অক্সফোর্ডের পেমব্রোক কলেজে ভর্তি হন, কিন্তু আর্থিক সমস্যার কারণে তাকে ছেড়ে যেতে বাধ্য হন।
-তিনি 1737 সালে লন্ডনে চলে আসেন এবং একজন লেখক এবং অভিধানকার হিসাবে কর্মজীবন শুরু করেন।
-1755 সালে, তিনি তার সবচেয়ে বিখ্যাত রচনা, ইংরেজি ভাষার অভিধান প্রকাশ করেন, যা ছিল ইংরেজি ভাষার প্রথম ব্যাপক অভিধান।
-তিনি প্রবন্ধ, কবিতা, জীবনী এবং নাটকও লিখেছেন।
-তিনি দ্য ক্লাব নামে পরিচিত সাহিত্যিক ক্লাবের একজন সদস্য ছিলেন, যেখানে জেমস বসওয়েল, অলিভার গোল্ডস্মিথ এবং ডেভিড গ্যারিকের মতো অন্যান্য বিখ্যাত লেখকদের অন্তর্ভুক্ত ছিল।
-তিনি 13 ডিসেম্বর, 1784 সালে লন্ডনে মারা যান।

তাঁর অন্যান্য রচনাঃ
- Dictionary (1755),
- The History of Rasselas, Prince of Abyssinia (1759),
- Preface to Shakespeare (1765).


log3(1/9)
= log3(1/32)
= log33-2
= - 2 log33
= - 2 × 1
= - 2 (ans)
'জঙ্গম’ শব্দের অর্থ - গতিশীল।
‘জঙ্গম’ শব্দের বিপরীত শব্দ ‘স্থাবর’
 
কিছু গুরুত্বপূর্ন বিপরীত শব্দঃ
তেজী - নিস্তেজ
অনুমোদিত - অননুমোদিত
সিক্ত - শুষ্ক
তীব্র - মৃদু
উচাটন - প্রশান্ত
উত্থান - পতন
স্থাবর - জঙ্গম
ঋজু - বঙ্কিম
অধিতক্য - উপাত্যকা
 

একটি কোণ x হলে,
তাহলে, কোনটির পূরক কোণ (90°- x)

এখন 
x = (90° -  x)/2
বা, 2x =90° -  x
বা, 2x + x = 90°
বা, 3x = 90°
∴ x = 30°

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Parts of speech ৮ প্রকারঃ

Noun (বিশেষ্য): মানুষ, বস্তু, জায়গা বা ধারণার নাম।
Pronoun (সর্বনাম): Noun এর পরিবর্তে ব্যবহৃত শব্দ।
Adjective (নাম বিশেষণ): Noun বা Pronoun কে describe বা modify করে।
Verb (ক্রীয়া বা কাজ): কোন কাজ ঘটা বা হওয়া।
Adverb (ক্রীয়া বিশেষণ): Verb, Adjectives বা অন্য একটি Adverb কে describe বা modify করে।
Preposition (পদান্বয়ী অব্যয়): Noun বা Pronoun এর পূর্বে বসে অন্য একটি শব্দকে modify করে বাক্য গঠন করে।
Conjunction (সংযোজক অব্যয়): Words, Phrases এবং Clauses সংযুক্ত করে।
Interjection (আবেগ সূচক অব্যয়): অনুভূতির প্রকাশ করে।
আমরা জানি Consonant sounds এর পূর্বে a এবং Vowel sounds এর পূর্বে an বসে।
- কিন্তু প্রথমে consonant থাকলেও যদি vowel এর মতো উচ্চারণ হয় সেক্ষেত্রে ‘an' বসে।
-Heirness এর উচ্চারণ 'এআর' অর্থাৎ Vowel sounds এর মতো।
- সুতরাং Heir এর পূর্বে an বসবে।
৩/৭ = ০.৪২৮৫
৩/১৩ = ০.২৩০৭
৩/৫ = ০.৬
৩/১৭ = ০.১৭৬৪
Eat অর্থ খাওয়া; আহার করা; ভক্ষণ বা ভোজন করা; গলাধঃকরণ করা।

- Eat এর past form হচ্ছে Ate এবং Past participial form হচ্ছে Eaten।

Some other sets of present-past-Past participial forms are-
Break - broke- broken
Come - came- come
Do - did- done
Drink - drank- drunk
Get - got- gotten
Go - went- gone
Make - made- made
Put - put- put
See - saw- seen


● বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন ‘চর্যাপদ' গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে 'চর্যাপদ’ আবিষ্কার করেন।

● হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় ১৯১৬ সালে কলকাতার ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে ‘চর্য্যাচর্য্যবিনিশ্চয়'’, ‘ডাকার্ণব’, ‘সরহপাদের দোহা’ ও ‘কৃষ্ণপাদের দোহা’ গ্রন্থের সম্মিলনে ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়।
 
● চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র।
 
● ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী তিব্বতি ভাষায় অনূদিত চর্যাপদ আবিষ্কার করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রকাশ করেন। 
 
● চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনিদত্ত।

● এতে পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন।

● চর্যাপদের পদকর্তা: লুইপা, কাহ্নপা, আর্যদেবপা, কঙ্কণপা, কম্বলাম্বরপা, কুক্কুরীপা, গুণ্ডরীপা, চাটিলপা, জয়নন্দীপা, ঢেগুণপা, ডোম্বীপা, তান্তীপা, তাড়কপা, দারিকপা, ধর্ম্মপা, বিরূপা, বীণাপা, ভাদেপা, ভুসুকুপা, মহীণ্ডাপা, লাড়িডোম্বীপা, শবরপা, শান্তিপা, সরহপা।
 

"সে ভাত খায়নি" বাক্যটি Present Perfect tense এ আছে। 
- বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে - He has not eaten rice.
 
কোন কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল এখনও বর্তমান আছে এরূপ বুঝালে Present Perfect tense হয়।
 
Structure: Subject + have/has + verb (past participle) + Object.
 
Example: 
-He has done his homework.
-He has not eaten rice

প্রদত্ত অপশন গুলোর মধ্যে একমাত্র mare হচ্ছে feminine gender.
- Mare - ঘোটকী - এর masculine gender হচ্ছে - Stallion ( ঘোড়া)।

অন্য অপশন গুলোর মধ্যে:
-Cock(masculine gender) (মোরগ) এর feminine gender Hen (মুরগী)।
-Host(masculine gender) (নিমন্ত্রাতা; আমন্ত্রয়িতা; আতিথ্যকর্তা) এর feminine - hostess- (আমন্ত্রয়িত্রী; আতিথ্যকর্ত্রী)।
-Drake(masculine gender) (পুরুষ পাতিহাঁস) এর feminine হচ্ছে - Duck - স্ত্রী পাতিহাঁস।
a - [2b - {3c - (a - 2b + 3c)}]
= a - [2b - {3c - a + 2b - 3c}]
= a - [2b - { - a + 2b}]
= a - [2b + a - 2b]
= a - [a] 
= a - a
= 0
Lunar(চন্দ্রসংক্রান্ত) শব্দটি হচ্ছে Moon(চাঁদ) Adjective form.

some other adjective forms like this-
sun - solar .
star - stellar .
planet - planetary .
galaxy - galactic .
universe - universal.

কাকনিদ্রা (বিশেষ্য) - এটি একটি সংস্কৃত শব্দ 
- এটির অর্থ হচ্ছে কাকের ঘুমের মতো অগভীর ও সতর্ক ঘুম; কপট ঘুম। 
 
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকেই Pronoun বা সর্বনাম বলে। 

-আবার প্রশ্ন করার জন্য যেসব Pronoun ব্যবহার করা হয় তাদেরকে Interrogative Pronoun বলে।
যেমন: Who, Whom, Whose, What, Which, etc. 
 
- Interrogative Pronoun গুলি সাধারণত বাক্যের প্রথমে বসে। 
- Pronounটি যদি ব্যক্তিবাচক ও sub-এর position-এ হয় তাহলে who বসে। 
 
সুতরাং সঠিক উত্তর - Who.
- Complete sentence: Who among you are from class ten?

-পাণিনি ছিলেন উপমহাদেশের বৈদিক যুগের একজন সংস্কৃত ব্যাকরণবিদ।
 
-পাণিনি সংস্কৃত ভাষার পণ্ডিত । 
-তিনি খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের সংস্কৃত ব্যাকরণের প্রণেতা। সেকারনেই তাকে বৈয়াকরণিক বলা হয়। 
 
-তার রচিত বিখ্যাত ব্যাকরণ গ্রন্থের নাম- অষ্টাধ্যায়ী ।

'War and Peace' হলো Leo Tolstoy এর লেখা একটি বিখ্যাত historical novel.

-লিও টলস্টয় 9 সেপ্টেম্বর, 1828 সালে রাশিয়ার ইয়াসনায়া পলিয়ানায় জন্মগ্রহণ করেন।
-তিনি ছিলেন একজন বিশিষ্ট সম্ভ্রান্ত পরিবারের বংশধর।
-তিনি ক্রিমিয়ান যুদ্ধের সময় সেনাবাহিনীতে কাজ করেছিলেন।
-তিনি সর্বকালের সেরা দুটি উপন্যাস লিখেছেন: যুদ্ধ এবং শান্তি এবং আনা কারেনিনা।
-তিনি একজন ধর্মপ্রাণ খ্রিস্টান এবং শান্তিবাদী ছিলেন।
-তাকে রাশিয়ান অর্থোডক্স চার্চ থেকে বহিষ্কার করা হয়েছিল।
-1910 সালের 20 নভেম্বর 82 বছর বয়সে তিনি মারা যান।

Some important works of Leo Tolstoy:
Anna Karenina (1887)
War and Peace (1869)
The Kreutzer Sonata (1889)
The Death of Ivan Ilyich (1886)
Sevastopol Sketches (1855)
Resurrection (1899)
The Cossacks (1863)
-সুকুমার রায় একজন বাঙালি শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে 'ননসেন্স রাইমের' প্রবর্তক।
-তিনি 'সন্দেশ' পত্রিকা সম্পাদনা করতেন।
-তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো: আবোল-তাবোল (১৯২৩), হ-য-ব-র-ল (১৯২৪), পাগলা দাশু (১৯৪০), বহুরূপী (১৯৪৪), খাইখাই (১৯৫০), শব্দকল্পদ্রুম, ঝালাপালা ইত্যাদি।

Past indefinite tense যুক্ত Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম হলো:

- Active Voice এর object‌ টি Passive voice এর subject হয়।
- Tense অনুযায়ী Auxiliary verb বসে.
- মূল verb এর past participle form.
- Active voice এর subject টি Passive voice এর object হয়।

- তার পূর্বে Preposition (By, with, at, to, in) বসে।
- তবে কোন ব্যক্তির উপর বিরক্ত বোঝাতে annoyed with কিন্তু বস্তু বা কাজের উপর বিরক্ত বোঝাতে annoyed at বসে

সুতরাং সঠিক উত্তর হবে - I was annoyed at his conduct.
যেসকল শব্দের লিঙ্গান্তর হয় না সেগুলো নিত্য পুরুষবাচক অথবা নিত্য স্ত্রীবাচক শব্দ।

নিত্য পুরুষবাচক শব্দ- কবিরাজ, কেরানী, দরবেশ, সরকার, জামাতা, রাষ্ট্রপতি, পীর, সেনাপতি ইত্যাদি।

নিত্য স্ত্রীবাচক শব্দ- সতীন, দাই, সধবা, পরী, অপ্সরা, এয়ো, বিধবা ইত্যাদি।
 -বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৩৬ তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ।
- তখন বাংলাদেশের সাথে দুটি দেশ গ্রানাডা ও গিনি বিসাউ সদস্য পদ লাভ করে 

- বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের এই ২৯ তম অধিবেশনেই প্রথমবারের মত বাংলায় ভাষণ দেন। তারিখ ছিল- ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর

-গোধূলি মানে সন্ধ্যা।
-সূর্যাস্তের সময়টা। 
-সন্ধ্যাবেলা যখন গরু ধুলো উড়িয়ে মাঠ থেকে বাড়ী ফেরে সেই সময়টাকে বলে গোধূলি।
-এর ইংরেজি হচ্ছে- Twilight.
 
অন্য অপশন গুলোর অর্থ:
-Sunset - সূর্যাস্ত; সূর্যাস্তকাল; দিনান্ত। 
-Evening - সন্ধ্যাকাল। 
-Afternoon - বিকেল; অপরাহ্ণ।

অপশন গুলোর মধ্যে - Lieutenant শব্দের বানান সঠিক।

- Lieutenant (noun):
- বাংলা অর্থ: ক্যাপ্টেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার, নৌবাহিনীর অধস্তন অফিসার।

- A rank of officer in the British army, above second lieutenant and below captain.
- A rank of officer in the navy, above sub lieutenant and below lieutenant commander.

অন্য অপশনটির সঠিক বানান:
- Committee (noun)
verb এর সাথে ing যুক্ত হয়ে adjective হিসাবে ব্যবহৃত হলে তাকে participle বলা হয়।
- present participle কে verbal adjective-ও বলা হয়।
- প্রদত্ত বাক্যে verb থেকে উৎপন্ন হয়ে Adjective এর কাজ করছে; ফলে এটি Participle.

Participle মূলত: তিন প্রকার:
1. Present Participle:
-The nightingale is a singing bird
-The singing bird woke me up this morning.

2. Past Participle:
-The stolen car was never found.
-The broken window was repaired.

3. Perfect Participle:
-I have finished my homework.
-We have eaten dinner.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
আমরা জানি
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
বা, ৪৫ × অপর সংখ্যা = ১৫ × ৯০
বা, অপর সংখ্যা = (১৫ × ৯০)/৪৫
 = ৩০
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0