৫০ টাকায় ৬টি দরে আপেল ক্রয় করে ৫০ টাকায় ৫টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
Solution
Correct Answer: Option B
১ টি আপেলের ক্রয়মূল্য = ৫০/৩ = ২৫/৩
আবার,
১ টি আপেলের বিক্রয়মূল্য = ৫০/৫ = ১০ টাকা
∴ লাভ = ১০ - ২৫/৩
= (৩০ - ২৫)/৩
= ৫/৩ টাকা
তাহলে,
শতকরা লাভ = {(৫/৩) / (২৫/৩)} x ১০০%
= (৫/৩) x (৩/২৫) x ১০০%
= ২০%