Bangladesh Railway -২০১৫ (ওয়েমেন) (70 টি প্রশ্ন )
”ষ্ণ” যুক্তবর্ণটি গঠিত হয়েছে নিম্নরূপে--- ষ্ণ = যুক্তবর্ণের বিশিষ্ট রূপ ষ্ + ণ। কয়েকটি গুরুত্বপূর্ণ সংযুক্ত বর্ণ হলো - ক্ষ = ক + ষ, জ্ঞ = জ্ + ঞ, হৃ = হ + ঋ, হ্ন = হ্ + ন ইত্যাদি।




যেসব উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাকে একবীজপত্রী উদ্ভিদ বলে। যেমন: ধান, গম, ভুট্টা প্রভৃতি।
মৃত সেলের ভিতর ক্ষতিগ্রস্থ DNA থেকে এক ধরনের কোষের সৃষ্টি হয় বিশেষ করে প্রদাহ, ইনফেকশনের কারনে বা ক্ষতিকর ক্যামিকেল বা রেডিয়েশনের প্রভাবে কোষ ক্ষতিগ্রস্থ হলে এসব মৃত কোষের DNA থেকে এক ধরনের কোষ সৃষ্টি হয় যা অস্বাভাবিক বৃদ্ধি হয়। কোষের অস্বাভাবিক বৃদ্ধিই ক্যানসার কোষ।
বায়ুচাপ নির্ণয় করার জন্য তৈরি বিশেষ যন্ত্র হলো ব্যারোমিটার। ঝড়-বৃষ্টি হওয়ার আভাস নির্ণয়ের জন্য ব্যারোমিটার ব্যবহার হয়।
- ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা/ ঘনত্ব নির্ণায়ক যন্ত্র।
- স্পিডোমিটার- দ্রুতি পরিমাপক যন্ত্র।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত, স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে। রাষ্ট্রের মোট উপাদান ৪টি। যথা:
- নির্দিষ্ট ভূখণ্ড,
- জনসমষ্টি,
- সরকার ও
- সার্বভৌমত্ব।
এসব উপাদানের যেকোনো একটি উপাদান অনুপস্থিত থাকলে রাষ্ট্র গঠিত হতে পারে না।

কালো রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি। চায়ের কাপ কালো রঙের হলে তা থেকে অধিক পরিমান তাপ শোষণ করবে এবং এতে চা তাড়াতাড়ি ঠান্ডা হবে। 
সাদা রঙের তাপ শোষণ ক্ষমতা কম। সেজন্য গ্রীষ্মকালে সাদা রঙের জামা অধিক আরামদায়ক। কারণ সাদা রঙের জামার তাপ শোষণ ক্ষমতা কম। 

মানবদেহে অক্ষীয় ও উপাঙ্গীয় কঙ্কাল মিলে মোট ২০৬ টি অস্থি বা হাড় বিদ্যমান। সর্ববৃহৎ অস্থি ফিমার এবং ক্ষুদ্রতম অস্থি স্টেপিস।
- মানুষের মেরুদন্ডে হাড় থাকে= ৩৩ টি।


log10 (.0001) 
= log10 (1/10000) 
= log10 (1/104
=  log10 (10-4
= -4

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন










ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0