বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (সিভিল) (১৯.০৮.২০১৬) (91 টি প্রশ্ন )









ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



দেওয়া আছে,
r =১০%
p=১০০ টাকা
n = ২ বছর
c=?

আমরা জানি,
c=p(১+r)n
=১০০ (১+১০/১০০)²
=১০০(১১০/১০০)²
=১০০(১১/১০)²
=(১০০  × ১২১)/১০০ 
=১২১ টাকা



ধরি। মুনাফার হার r %
তাহলে ৪০০×(৮/১২)×r +৮০০×(৪/১২)×r= ২৪
বা,(৩২০০r/১২)+(৩২০০r/১২)=২৪
বা,৬৪০০r=২৪×১২
বা, r={(২৪×১২)/৫৪০০} ×১০০
বা,  r=(২৪×১২)/৬৪=৯/২
∴ r=৪ (১/২)

অন্যভাবেঃ

৪০০ টাকার ৮ মাসের সুদ + ৮০০ টাকার ৪ মাসের সুদ = ২৪ টাকা
অর্থাৎ (৪০০ × ৮) + (৮০০×৪) = ৬৪০০ টাকার ১ মাসের সুদ = ২৪ টাকা
সুদের হার = (২৪ × ১০০ × ১২) / ৬৪০০ = ৪.৫% বা ৪ (১/২)%


যদি p²+7p+c রাশিটি p-5 দ্বারা বিভাজ্য হয়, তবে p = 5 বসালে রাশিটির মান শূন্য হবে।

সুতরাং,

p²+7p+c = 5²+7(5)+c = 25+35+c = 60+c = 0

∴ c = -60

অতএব, c এর মান -60




ধরি, ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে x, x + 1, x + 2
প্রশ্নমতে,
x(x + 1)(x + 2) = 8(x + x + 1 + x + 2)
⇒ x(x + 1)(x + 2) = 8(3x + 3)
⇒ x(x + 1)(x + 2) = 8×3(x + 1)
⇒ x(x + 2) = 24
⇒ x2 + 2x − 24 = 0
⇒ x2 + 6x − 4x − 24 = 0
⇒ (x + 6)(x − 4) = 0
⇒ x = 4 অথবা −6
এখন, x = 4 হলে সংখ্যা তিনটির গড় = (x + x + 1 + x +
2) / 3 
(4+4+1+4+2)/3 =15/3
= 5

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

log 2 + log 22 + log 23 + log 24 + .-----------log210
= log 2 + 2log 2 + 3log 2 + ------ 10log 2
= log 2 ( 1 + 2 + 3 + ------+ 10)
= log 2 {10(10+1)/2}
= log 2 55
= 55 log 2

যত+তত = ১গুণ + ২গুণ
মোট ৩গুনের মান ৭২ - ৩৬ = ৩৬
তাহলে ১ অংশের মান ১২ এবং ক্রয়মূল্য ৩৬ + ১২ = ৪৮।
একাত্তরের চিঠি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লেখা ৮৬ টি চিঠির একটি সংকলন। দৈনিক প্রথম আলো ও গ্রামীনফোনের উদ্যোগে চিঠিগুলো সংগ্রহ করা হয়। সংকলনটি প্রথম প্রকাশিত হয় ২০০৯ সালের মার্চ মাসে। ইতিহাসবিদ অধ্যাপক সালাউদ্দিন আহমেদ ছিলেন সম্পাদনা পরিষদের সভাপতি।

বাংলাদেশের জলবায়ুঃ
• উষ্ণতম স্থান - লালপুর
• শীতলতম স্থান - শ্রীমঙ্গল
• সর্বোচ্চ বৃষ্টিপাত - লালাখাল
• সর্বনিম্ন বৃষ্টিপাত - লালপুর।



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0