'বেগম' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সুফিয়া কামাল। তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থঃ - সাঁঝের মায়া (১৯৩৮), - মায়া কাজল (১৯৫১), - মন ও জীবন (১৯৫৭), - প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮), - উদাত্ত পৃথিবী (১৯৬৪), - দিওয়ান (১৯৬৬), - অভিযাত্রিক (১৯৬৯), - মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০), - মোর জাদুদের সমাধি পরে (১৯৭২) ইত্যাদি।
খাবার স্যালাইন আবিউষ্কারে মূল অবদান রাখে ICDDRB বা International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh বা আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র। এটি ঢাকার মহাখালীতে অবস্থিত। এই সংস্থার মাধ্যমে কলেরা বা ডায়রিয়া রোগের অন্যতম খাবার স্যালাইন তৈরি করা হয়।
- বাংলাদেশ বিমানের প্রতীক 'বলাকা' এর ডিজাইনার হলেন পটুয়া কামরুল হাসান। - তিনি জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকেরও ডিজাইনার। - তাছাড়া তার বিখ্যাত চিত্রকর্মগুলো হলো- তিন কন্যা, রায়বেশে নৃত্য, নাইওর, বাংলার রূপ, প্যাঁচা, জেলে ইত্যাদি। - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জেনারেল ইয়াহিয়া খানের মুখের ছবি দিয়ে আঁকা 'এই জানোয়ারদের হত্যা করতে হবে' স্কেচটি তিনি অঙ্কন করেন।
বাঙালি আদি জনগোষ্ঠী সম্পর্কে কিছু তথ্য: - অস্ট্রোলয়েড প্রাচীন বাংলায় একটি নৃ-গোষ্ঠী ছিল। - নৃতত্ত্ববিদগণ তাদেরকে আদি অস্ট্রেলীয় হিসেবে বিবেচনা করেন। - এ জনগোষ্ঠীকে অস্ট্রিক বা অস্ট্রো-এশীয় নামেও পরিচিত। - প্রাচীন সাহিত্যে তাদের নিষাদ নামে উল্লেখ করা হয়েছে। - কালপরিক্রমায় তাদের একটি অংশ আদি বাসস্থান ত্যাগ করে বাংলায় অভিবাসিত হয়। - বাংলার প্রাচীনতম বাঙালি জনগণের পরবর্তী নেগ্রিটো জনগণের পর বাংলায় তাদের আগমন ঘটে বলে অনুমান করা হয়। - বাংলার আদি জনগোষ্ঠী অস্ট্রিক ভাষাভাষী ছিল।
- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পূর্বনাম সুবর্ণগ্রাম। - প্রীনকালে মুসলিম সুলতানদের আমলে এটি রাজধানী ছিল। - তখন এর নাম ছিল পানাম নগর। - ১৬ শতকে বার ভূঁইয়ারা এখানে রাজধানী স্থাপন করে এবং বার ইবার সোনা বিবির নামানুসারে এর নামকরণ করা হয় সোনারগাঁও।
উইলিয়াম ব্লেইক ইংরেজ কবি, চিত্রশিল্পী এবং মুদ্রাকর। জীবদ্দশায় যথেষ্ট স্বীকৃতি না পেলেও বর্তমানে তাকে রোমান্টিক যুগের কবিতা এবং চিত্রশিল্পের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন বিবেচনা করা হয়।
এই কারনে এই কবিকে সম্পুর্ন রোমান্টিক যুগের কবি বলা যায় না
• Charles Dickens -Victorian Age -এর, James Joyce-Modern Age -এর Novelist বা ঔপন্যাসিক ছিলেন । • George Eliot Victorian যুগের একজন মহিলা ঔপন্যাসিক • Victorian যুগের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক ,কবি ও ছোট গল্পকার Thomas Hardy ।
- Lord Byron Romantic যুগের কবি ও সাহিত্যিক । - Greek এর National Hero বলা হত Lord Byron কে । - তাঁকে Rebel Poet ও বলা হয়। - তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল: Prometheus, Hours of Idleness, Don Juan, The Vision of Judgment .
- Henry Fielding একজন ইংরেজ ঔপন্যাসিক এবং নাট্যকার । - তিনি Father of English novel হিসেবেও পরিচিত। - তিনি Age of Sensibility এর সাহিত্যিক। - তাঁর Penname হলো Captain Hercules Vinegar । - তিনি 'Picaresque Novel' এর জন্যে বিখ্যাত। (যার নায়ক ভবঘুরে হয়ে থাকে)। - তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল - Amelia, Joseph Andrews, Tom Jones.
Francis Bacon ছিলেন Elizabethan যুগের একজন দার্শনিক, বিজ্ঞানী, সুবক্তা এবং গ্রন্থ প্রবক্তা । -তিনি Novum Organum বইয়ে সাহিত্যের নতুন আঙ্গিকের প্রবর্তন করেন । -তাকে Father of Modern Prose বলা হয় । -তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -Of Studies,Of Love,Of Friendship ,Of Truth etc
- বাংলা ভাষা ও সাহিত্যের আদি যুগের নিদর্শন 'চর্যাপদ' গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। - এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। - মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে ‘চর্যাপদ আবিষ্কার করেন। - তাঁর সম্পাদনায় ১৯১৬ খ্রিষ্টাব্দে কলকাতার 'বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘চর্যাচর্য্যবিনিশ্চয়’, ‘ডাকার্ণব’ ‘সরহপাদের দোহা ও ‘কৃষ্ণপাদের দোহা' গ্রন্থের সম্মিলনে ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। - এতে পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন। - ২৩ নং পদের খন্ডিত অংশ(অর্ধেক পাওয়া যায়নি) পাওয়া গেছে। এ পদটির রচয়িতা ভুসুকুপা। তিনি ৮টি পদ রচনা করেন।
- ভারতের ইংরেজ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দের ৪ মে কলকাতার লালবাজারে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। - ১৮০১ সালের ২৪শে নভেম্বর কলেজে বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হলে অধ্যক্ষ হিসেবে যােগদান করেন শ্রীরামপুর মিশনের পাদ্রী এবং বাইবেলের বাংলা অনুবাদক উইলিয়াম কেরী।
নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। তিনি একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক। তিনি নীললোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন। সুনীলের অন্যান্য উপন্যাসঃ - পূর্ব-পশ্চিম, - সেই সময়, - আত্মপ্রকাশ, - প্রথম আলো, - অরণ্যের দিনরাত্রি ইত্যাদি
যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে, এখনো শেষ হয়ে যায়নি, তাকে ঘটমান বর্তমান কাল বলা হয়। যেমন: আমার ছোট ভাই লিখছে। হামিম এবং নাহিদ এখনো ফুটবল খেলছে ইত্যাদি।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।