বাংলাদেশ রেলওয়ে (হাসপাতালসমূহে সহকারী সার্জন) - ০৬.০৫.২০০৫ (100 টি প্রশ্ন )
২৫% বৃদ্ধিতে
চালের ক্রয়মূল্য = { ১০০ + ১০০ এর (২৫/১০০)} টাকা = ১২৫ টাকা

ক্রয়মূল্য ১২৫ টাকা হলে কমাতে হবে = ২৫ টাকা
" ১ " " " " = ২৫/১০০ "
" ১০০ " " " " = {(২৫×১০০)/১২৫}

= ২০ টাকা

∴ শতকরা ২০% কমালেন ।
মনে করি,
ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।

এবং ২০% লাভে,
  বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা।

∴ বিক্রয়মূল্য বেশি = (১২০ - ৯০) = ৩০ টাকা।

বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/৩০ টাকা
বিক্রয়মূল্য ১৩৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০×১৩৫)/৩০ টাকা
                                                = ৪৫০ টাকা।
ব্যাস = ২৮ মিঃ
ব্যাসার্ধ = ২৮/২ = ১৪ মিঃ

বৃত্তের ক্ষেত্রফল = π x (ব্যাসার্ধ)2 = (২২/৭) x (১৪) = ৬১৬ বর্গ মিঃ 
দেওয়া আছে,
দৈর্ঘ্য=৪৮
∴ প্রস্থ =৪৮/৩=১৬

আয়তক্ষেত্রের পরিসীমা = ২(৪৮+১৬) = ১২৮

বর্গের পরিসীমা = ১২৮

সুতরাং, বর্গের একটি বাহুর দৈর্ঘ্য = ১২৮/৪ = ৩২ মিটার
x + 1 = 0 হলে, x = -1
f(x) = x2 - 3x + 2
f(-1) = (-1)2 - 3(-1) + 2
       = 1 + 3 + 2
       = 4 + 2
       = 6


ধরি, সম্পূর্ণ কাজটির পরিমাণ ১ অংশ।

'ক' ১২ দিনে করে ১ অংশ কাজ।
'ক' ১ দিনে করে ১/১২ অংশ কাজ।

'খ' ১৫ দিনে করে ১ অংশ কাজ।
'খ' ১ দিনে করে ১/১৫ অংশ কাজ।

'গ' ২০ দিনে করে ১ অংশ কাজ।
'গ' ১ দিনে করে ১/২০ অংশ কাজ।

সুতরাং, তিনজনে একত্রে ১ দিনে করে = (১/১২ + ১/১৫ + ১/২০) অংশ কাজ।
= (৫ + ৪ + ৩)/৬০ অংশ কাজ।
= ১২/৬০ অংশ কাজ।
= ১/৫ অংশ কাজ।

তিনজনে একত্রে ১/৫ অংশ কাজ করে ১ দিনে।
তিনজনে একত্রে ১ অংশ কাজ করে ৫ দিনে।

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) * ভূমি * উচ্চতা 

এখানে ভূমি, অতিভুজ হল ৫ ও ১৩

তাহলে, উচ্চতা হবে ১২

সুতরাং, ক্ষেত্রফল = (১/২) * ৫ * ১২ = ৩০ বর্গমিটার


ধরি, গন্তব্য স্থানটির দূরত্ব x কিমি।

৪ কিমি/ঘণ্টা বেগে যেতে সময় লাগে = x/৪ ঘণ্টা।
৫ কিমি/ঘণ্টা বেগে যেতে সময় লাগে = x/৫ ঘণ্টা।

প্রশ্নমতে, x/৪ - x/৫ = ৩০ মিনিট = ১/২ ঘণ্টা।

বা, (৫x - ৪x)/২০ = ১/২
বা, x/২০ = ১/২
বা, ২x = ২০
বা, x = ১০

সুতরাং, গন্তব্য স্থানটির দূরত্ব ১০ কিমি।
[(১/২)÷(১/৩)×(৩/৪)] / [(১/২)÷(১/৩)এর(৩/৪)]
= [(১/২)×(৩/১)×(৩/৪)] / [(১/২)÷(৩/১২)]
= (৯/৮) / [(১/২)×(১২/৩)]
= (৯/৮) / ২
= (৯/৮) × (১/২)
= ৯/১৬

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১০০ থেকে ১১০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে ৪টি মৌলিক সংখ্যা রয়েছে।
সেগুলো হলো: ১০১, ১০৩, ১০৭ এবং ১০৯।


বাংলাদেশের--
- জাতীয় গাছ : আম গাছ
- জাতীয় পাখি : দোয়েল
- জাতীয় ফল : কাঁঠাল
- জাতীয় মাছ : ইলিশ
- জাতীয় ফুল : শাপলা
- জাতীয় পশু : রয়েল বেঙ্গল টাইগার
- জাতীয় দিবস : ২৬শে মার্চ।
- যমুনা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ২৩ জুন ১৯৯৮ সালে।
- যমুনা সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার, প্রস্থ ১৮.৫ মিটার।
- যমুনা সেতুর লেনের সংখ্যা ৪টি, পাইলিং এর সংখ্যা ১২১টি, পিলার ৫০টি, স্প্যান ৪৯টি।





ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন










ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0