বিশ্বব্যাংক ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে কোন সংস্থা?

A IDA

B ICSID

C MIGA

D IFC

Solution

Correct Answer: Option D

বিশ্ব ব্যাংকের ৫ টি অঙ্গ সংস্হা। এদের প্রধান কাজঃ
MIGA:পুনর্বাসনে ঋণ প্রদান করে,বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে।
ICSID: আর্থিক দ্বন্দ্ব, বিরোধ সমাধানে কাজ করে।
IDA: সহজ শর্তে ঋণ দেয়।
IFC: ক্ষুদ্র ঋণ দেয়। ইসলামী অর্থ ব্যবস্হার জন্য পৃথক কর্মসূচি বাস্তবায়ন করে।
IBRD: বিশ্ব ব্যাংকের মূল কার্যক্রম পরিচালনা করে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions