কমনওয়েলথভুক্ত রাষ্ট্র সমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় -

A অ্যাম্বাসেডর

B হাইকমিশনার

C সেক্রেটারি

D কনসাল জেনারেল

Solution

Correct Answer: Option B

∎ কমনওয়েলথ প্রধান- সেক্রেটারি জেনারেল বা মহাসচিব।
∎ কমনওয়েলথভুক্ত রাষ্ট্র সমূহের সর্বোচ্চ কূটনীতিকদের হাইকমিশনার।
∎ UNDP প্রধান - এডমিনিস্ট্রেটর বা প্রশাসক।
∎ আন্তর্জাতিক শ্রমসংস্থা (ILO)- এর প্রধান 'ডিরেক্টর জেনারেল বা ব্যবস্থাপনা পরিচালক'।
∎ UNHCR এর প্রধান হাইকমিশনার। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions