3 দিনে একটি কাজের 1/27 অংশ শেষ হলে ঐ কাজের 3 গুণ কাজ করতে কত দিন লাগবে?
A 81 দিন
B 9 দিন
C 243 দিন
D 27 দিন
Solution
Correct Answer: Option C
৩ দিনে ১/২৭ অংশ কাজ হলে,
১ অংশ কাজ করতে সময় লাগে = ৩ ÷ ১/২৭ দিন
= ৩ × ২৭ দিন
= ৮১ দিন
১ অংশ কাজ করতে সময় লাগে ৮১ দিন।
∴ ৩ অংশ কাজ করতে সময় লাগে = ৮১ × ৩ দিন = ২৪৩ দিন।