ব্রেটন উডস ইনস্টিটিউট নিম্নের কোন সংস্থাকে বোঝায়?

A আইন এমএফ

B বিশ্বব্যাংক

C এডিবি

D ক ও খ উভয়ই

Solution

Correct Answer: Option D

IMF ও World Bank ব্রেটন উডস ইন্সটিটিউশন এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান. ১৯৪৪ সালের ১-২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার এর ব্রেটন উডস শহরে 'ব্রেটন উডস সম্মেলন' অনুষ্ঠিত হয়।
- এতে ৪৪ টি দেশ অংশগ্রহণ করে ।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর প্রেক্ষাপটে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা গঠন
- যুদ্ধোত্তর রাষ্ট্রসমূহের পুনর্গঠন ও উন্নয়ন সাধন এবং বাণিজ্য ব্যবস্থা সংস্কারের উদ্যোগ গ্রহণ করার জন্য তিনটি আন্তর্জাতিক (World Bank, IMF, ITO) সংস্থা গঠন করার ব্যাপারে আলোচনা হয় .

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions