আফ্রিকান ইউনিয়ন ত্যাগ করে পুনরায় যোগদানকারী দেশ কোনটি?

A সুদান

B মিশর

C মরক্কো

D লিবিয়া

Solution

Correct Answer: Option C

আফ্রিকান ইউনিয়ন বা আফ্রিকান ঐক্য সংস্থা প্রতিষ্ঠিত হয় ২৫ মে, ১৯৬৩ সালে। আফ্রিকা মহাদেশ সমূহের একটি সংগঠন। 
- পূর্বে এর নাম ছিল আফ্রিকান ঐক্য সংস্থা, যা ১৯৬৩ সালের ২৫ মে প্রতিষ্ঠিত হয়। 
- আফ্রিকান ইউনিয়ন নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে। 
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৫টি। 
- সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান।
- এর সদস্যপদ কার্যকর হয় ১৫ আগস্ট ২০১১ সালে। 
- এর সদর দপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবাতে অবস্থিত।
- ৯০ দশকের মাঝামাঝি মুয়াম্মার গাদ্দাফির ধারণা থেকে এটি প্রতিষ্টিত হয়। 
- মরক্কো ১৯৮৪ সালে ত্যাগ করে ২০১৭ সালে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগ দেয়।
- ২০১৯ সালে সুদানের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছিল। 
- বর্তমানে পশ্চিম সাহারা অঞ্চল মরক্কোর অধীনে। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions