হিসাবের ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিক অপেক্ষা বেশি হলে কোনটি প্রকাশ করবে?

A ডেবিট ব্যালেন্স

B ক্রেডিট ব্যালেন্স

C সম্পদ

D দায়

Solution

Correct Answer: Option B

- কোন হিসাবের ডেবিট ও ক্রেডিট পাশের মোট টাকার পরিমাপের মধ্যে যে পার্থক্য হয়, তাকে ঐ হিসাবের উদ্বৃত্ত বলে।
- কোন খতিয়ান হিসাবের ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের যোগফল অপেক্ষা বেশি হলে তাকে ক্রেডিট উদ্বৃত্ত বা ক্রেডিট ব্যালেন্স বলে।
- অন্যদিকে, কোন নির্দিষ্ট তারিখে খতিয়ান হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের চেয়ে বেশি হলে তাকে ডেবিট উদ্বৃত্ত বা ডেবিট ব্যালেন্স বলে।
- আর ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল সমান হলে শূন্য উদ্বৃত্ত বলে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions