Solution
Correct Answer: Option D
- অনুপার্জিত আয় একটি- দায়।
- অনুপার্জিত আয় হলো সে আয়, যে আয়ের জন্য সেবা প্রদান করা হয়নি। অর্থাৎ সেবা প্রদানে ব্যতীত অর্থ গ্রহণই হলো অনুপার্জিত আয়।
- অনুপার্জিত আয়কে অগ্রিম সেবা আয় বলে।
- বাংলাদেশ সংবিধানের ২০(২) নং অনুচ্ছেদে অনুপার্জিত আয় সম্পর্কে উল্লেখ আছে।