২৫ ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাঁটা হল যেন এক অংশ অন্য অংশের ১/৪ হয় ।ছোট অংশটির দৈর্ঘ্য কত ফুট হল ?
Solution
Correct Answer: Option B
মনে করি ,একটি অংশ =x
অতএব , অপর =x × 1/4
=x/4
প্রশ্নমতে, x+x/4=25
বা, (4x+x)/4=25
বা,5x/4=25
বা,x=(25×4)/5
অতএব, x =20
অতএব, ছোট অংশ =x/4=20/4=5 ফুট